• Arvind Kejriwal: সংশোধনাগারে দেওয়া হোক ইনসুলিন, দিল্লির আদালতে কেজরিওয়াল ...
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সংশোধনাগারে ইনসুলিনের দাবিতে এবার দিল্লির আদালতে আম আদমি পার্টির সুপ্রিমো অরিবন্দ কেজরিওঁয়াল। একই সঙ্গে দাবি জানানো হয়েছে, প্রতিদিন অন্তত ১৫ মিনিট যেন ভিডিও কলে চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারেন। এই মর্মে শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে একটি পিটিশন দাখিল করেছেন। এদিন দুপুরেই এই মামলার শুনানি বলে জানা গিয়েছে। আপ-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, গ্রেপ্তারির পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রক্তে উদ্বেগজনকভাবে বাড়ছে শর্করার মাত্রা। আপের মন্ত্রী অতীশীর অভিযোগ, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তাঁকে জেলেই মেরে ফেলার চেষ্টা হচ্ছে। অতীশীর দাবি, মুখ্যমন্ত্রীর ওজন অনেকটা কমে গিয়েছে। তাঁর যথাযথ চিকিৎসা ও দেখভাল হচ্ছে না। কেজরিওয়াল টাইপ টু ডায়াবেটিক রোগী। জেলে তাঁকে ওষুধপত্র দেওয়া হচ্ছে না। অন্যদিকে ইডি দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে দাবি করেছে, কেজরিওয়াল ডায়াবেটিসের রোগী হওয়া সত্ত্বেও জেলে বসে খেয়ে চলেছেন চিনি দিয়ে চা, কলা, মিষ্টি, আম! এভাবে ব্লাড সুগার বাড়িয়ে ‘মেডিক্যাল ব্যাকগ্রাউন্ড’ দেখিয়ে জামিন পেতে চাইবেন কেজরি। 
  • Link to this news (আজকাল)