• Election: ‌কোচবিহারের দিনহাটায় উদ্ধার তাজা বোমা, একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ...
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। প্রথম দফার লোকসভা ভোটে বাংলার এই তিন কেন্দ্রে হচ্ছে ভোট। তার মধ্যে আলিপুরদুয়ার (তফসিলি জনজাতি অধ্যুষিত), জলপাইগুড়ি (তফসিলি জাতি অধ্যুষিত) এবং কোচবিহার (তফসিলি জাতি অধ্যুষিত) কেন্দ্র। ভোট শুরু হতেই নানা জায়গা থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। কোচবিহারের দিনহাটায় যেমন উদ্ধার হয়েছে তাজা বোমা। আবার কোচবিহারের দিনহাটায় তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতেই তিনি আক্রান্ত হন বলে খবর। এদিকে, জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের সিপাইপাড়া এলাকায় বিজেপির বুথ অফিস পোড়ানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, কেউ বা কারা রাতে বিজেপির বুথ অফিসে আগুন লাগিয়ে দেয়। এদিকে তুফানগঞ্জে তৃণমূলের দলীয় দফতর পোড়ানোয় অভিযুক্ত বিজেপি। ভোটের আগের রাতে মাথাভাঙায় সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য তৈরি হয়েছে। ময়নাগুড়িতে বুথের মধ্যেই পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত এজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন। আবার কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এদিকে তুফানগঞ্জে আগ্নেয়াস্ত্র নিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এছাড়া বেশ কিছু জায়গা থেকে ইভিএম বিভ্রাটের খবরও এসেছে। আবার কোচবিহারের দিনহাটায় বিজেপির পোলিং এজেন্টকে বুথ থেকে অপহরণের অভিযোগ উঠেছে। উঠেছে ছাপ্পা ভোটের অভিযোগও। ইতিমধ্যেই একাধিক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। 
  • Link to this news (আজকাল)