• Madhyamik: ‌মে মাসের শুরুতেই মাধ্যমিকের রেজাল্ট?‌ কী বলছে পর্ষদ
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মে মাসের শুরুতেই হবে মাধ্যমিকের ফলপ্রকাশ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এমনটাই খবর। চলতি বছর ২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল পরীক্ষা। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশ করতে হয় পর্ষদকে। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী ১২ মে। সূত্রের খবর, তার আগেই মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ হয়ে যেতে পারে মাধ্যমিকের রেজাল্ট। প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে পর্ষদ সূত্রে খবর। এদিকে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও ফলপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে। ১৬ ফেব্রুয়ারি শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। সরকারি অনুমোদন মিললে প্রথমে অনলাইনে ফলপ্রকাশ করা হবে বলে সংসদ সূত্রে খবর। তার সাত থেকে দশ দিন পর মার্কশিট, সার্টিফিকেট বিভিন্ন স্কুলে ক্যাম্পের মাধ্যমে বিতরণ করা হবে। 
  • Link to this news (আজকাল)