• Election: ‌পিস রুম থেকেই ভোটের তদারকি করছেন রাজ্যপাল
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রাজভবনের পিস রুম থেকেই ভোটের তদারকি করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবারই উত্তরবঙ্গ সফর বাতিল করেন তিনি। শুক্রবার সকালে কালীঘাটে পুজো দিয়ে তিনি সোজা চলে আসেন রাজভবনের পিস রুমে। সকাল থেকেই একের পর এক আসছে অভিযোগ। কোথাও ভোট দিতে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ। কোথাও আবার ইভিএম খারাপ করার অভিযোগ। সূত্রের খবর, অভিযোগ পাওয়ামাত্রই তা কমিশনে পাঠিয়ে দিচ্ছেন রাজ্যপাল। পিস রুমে ঘন ঘন বেজে চলেছে টেলিফোন। জানা গেছে সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার থেকে। রাজ্যপালের কথায়, ‘‌রাজ্যপাল হিসেবে আমার যা দায়িত্ব আমি পালন করব। সুষ্ঠু নির্বাচন কমিশনের দায়িত্ব।’‌ তবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বলা হয়েছে, রাজভবনে পিস রুম থেকে সিইও দপ্তরে সকাল থেকে কোনও অভিযোগ আসেনি বা জমা পড়েনি। এদিকে, পিস রুম নিয়ে রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, ‘‌ভোট চলাকালীন পিস রুমের নামে তৃণমূল বিরোধী প্রচার চালাচ্ছেন রাজ্যপাল।’‌ 
  • Link to this news (আজকাল)