• Weather: ‌উত্তরে ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণে তাপপ্রবাহ চলবে মঙ্গলবার অবধি ...
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভোট চলছে উত্তরের তিন কেন্দ্রে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। এই তিন জেলায় শুক্রবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও দার্জিলিং ও কালিম্পংয়ে বিকেলের দিকে ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর দক্ষিণে জারি থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। শুক্রবার অন্তত আট জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। মঙ্গলবার অবধি তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে।এদিন দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, তাপপ্রবাহের মাঝে হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের দশটি জেলা। সোমবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উপকূলের এই তিন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। বরং আগামী দু’দিনের মধ্যে রাজ্য জুড়ে আরও ২–৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে ৪–৬ ডিগ্রি বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।
  • Link to this news (আজকাল)