• এবার আক্রান্ত পুলিস; বেঙ্গালুরুতে রড, হেলমেট নিয়ে আক্রমণ করল নাইজেরীয় নাগরিকরা
    ২৪ ঘন্টা | ১৯ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার আক্রমণের শিকার সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের (সিসিবি) অফিসাররা। তাদেরকে বেঙ্গালুরুতে নাইজেরিয়ান নাগরিকদের একটি দল লোহার রড, পাথর এবং হেলমেট দিয়ে আক্রমণ করে বলে জানা গিয়েছে। জনা গিয়েছে যে সিসিবি আধিকারিকরা মাদক সেবনের খবর পেয়ে একটি বাসভবনে অভিযান চালায় তখন এই ঘটনা ঘটে। ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে।নাইজেরিয়ান নাগরিকরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করার সময় সিসিবি ইনস্পেক্টর সুব্রমণ্য স্বামী এবং অন্য পাঁচজন কর্মকর্তা এই হামলায় গুরুতর আহত হন।

    ঘটনাটি ঘটেছে রাজানুকুন্টে থানা এলাকার মাবল্লিপুরে।মাবল্লীপুরার একটি বাড়িতে মাদক সেবনের সম্পর্কে তথ্য পায় সিসিবি। গোপন সংবাদের ভিত্তিতে সিসিবি অফিসাররা নাইজেরিয়ান নাগরিক থাকা ওই বাড়িতে অভিযান চালায়।তবে বাসভবনে পৌঁছাতেই রড ও হেলমেট নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। সিসিবি-র দল তৎক্ষণাৎ ব্যাকআপের জন্য পুলিসকে ডাকে।অন্যদিকে, নাইজেরিয়ান নাগরিকরা পুলিস অফিসারদেরও আক্রমণ করে বলে জানা গিয়েছে। তারা একটি পুলিসের গাড়ি ভাংচুর করে এবং এর জানালা ভেঙে দেয় বলে অভিযোগ করা হয়েছে।আহতের বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে বলে জানা গিয়েছে। 
  • Link to this news (২৪ ঘন্টা)