জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকেঠাসা ভিড় বাস। এক তরুণী ওঠেন বাসে, তাঁর পরনে বিকিনি। ঘটনাটি দিল্লির(Delhi)। আচমকা ভিড় বাসে এহেন দৃশ্য থেকে অনেকেই অবাক হয়ে যান। ঠিক কী কারণে বিকিনি পরে বাসে উঠলেন তরুণী(Bikini Girl in Public Bus)। তাঁকে দেখে অনেকেই সরে যান। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো(Viral Video)।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয় তরজা। কেনই বা বিকিনি পরে পাবলিক বাসে চেপে পড়লেন তিনি, তা নিয়েও উঠছে প্রশ্ন। এক ব্যক্তি লেখেন, 'বাস্তবে কী ঘটেছে?' সেই ভিডিয়োটি দেখেছেন ১০ লক্ষেরও বেশি নেটিজেন। এক্স ব্যবহারকারী এক ব্যক্তি লেখেন, 'সোশ্যাল মিডিয়ায় খ্যাতি পাওয়ার জন্য এই পদক্ষেপ সত্যিই দুর্ভাগ্যের। এদেশে কেন, বিদেশেও লোকাল ট্রেন বা বাসে এই চিত্র দেখা যায় না। সমুদ্র সৈকতের পাশে হলেও লোকে বিকিনির উপর স্রাগ বা বিচ ড্রেস পরে। আমরা আমাদের পরিচয় বানাতে, শক্তি দেখাতে বা অন্যের নজর টানতে যা করছি, তাতে প্রমাণ হয় যে আমরা দ্বিধাভক্ত। ক্ষমতায়ন ভুল প্রমাণিত হচ্ছে'।আরেক ব্যক্তি লেখেন, 'সোশ্যাল মিডিয়ায় কিছু লাইক আর টাকার জন্য় এরা যা কিছু করতে পারে। বিকিনি পুলের জন্য, পাবলিক ট্রান্সপোর্টের জন্য নয়। এটা নোংরা, বিরক্তিকর।' কেউ কেউ আবার যে ব্যক্তি এই ভিডিয়ো আপলোড করেছেন তাঁর বিরুদ্ধেই সরব হয়েছেন। এক নেটিজেন লেখেন, 'ব্লার না করে একজন অজানা মহিলার ছবি আপলোড করা অন্যায়। কেউ ওর ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানে? এটা কি ন্যায়সম্মত?' অন্য একজন লেখেন, 'আমি সত্যিই জানতে চাই, কেন এই কাজ করলেন এই মহিলা?'