প্রদ্যুত দাস: আজ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট জলপাইগুড়িতে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে গ্রাম এবং চা-বলয়ের বুথের সামনে লম্বা লাইন সাধারণ মানুষের। যথারীতি সকাল ৭টা থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ পদ্ধতি। এ পর্যন্ত স্বাভাবিক ছবি। তবে এরপরই এখানে রয়েছে এক চমকপ্রদ সংযোজন। এখানে ভোট দিলেই থাকছে ভালোমন্দ আহারের ব্যবস্থা। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ১৭/২০৮ /২০৯ নম্বর বুথের ভোটারদের আহারের সুবন্দোবস্ত করা হয়েছে তৃণমূল সদস্যদের তরফে।
জনগণে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, গণতন্ত্রের অধিকার প্রয়োগ করবেন তাঁরা। আর এটা করতে গিয়ে তাঁদের যাতে কোনও অসুবিধা না-হয় সেজন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল সদস্যদের। কী কী থাকছে এই ভোট-মেনুতে?সকালের জলখাবার হিসেবে থাকছে গরম-গরম লুচি, কাবলিচানা, সঙ্গে পনির দিয়ে সুস্বাদু তরকারি এবং মিষ্টি। ব্যবস্থা রয়েছে লাঞ্চেও। দুপুরের খাবারে থাকছে সাদা ভাত, ডাল, ডিমের কারি, শেষ পাতে চাটনি। এক কথায় বলাই যায়, জলপাইগুড়িতে আজ ভোট-উৎসবের সঙ্গে জুড়ে গিয়েছে পুরোদস্তুর পিকনিকের আমেজ ৷ জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকায় তৃণমূল কংগ্রেসের খাওয়া-দাওয়ার এমনই এলাহি আয়োজন। তৃণমূল কর্মী সমর্থক-সহ সমস্ত ভোটাররাও খেতে পারবেন এই খাবার বলে জানান তৃণমূলকর্মীরা। ইতিমধ্যেই ভোটাররা খাওয়া-দাওয়ার জন্য ভোট দিয়ে অপেক্ষাও করছেন। এমন এলাহি আয়োজনে খুশি এলাকাবাসী।