• প্রথম চারঘণ্টায় এগিয়ে বাংলা, তুফানি ভোটের হারে চিন্তায় বিজেপি!
    ২৪ ঘন্টা | ১৯ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুরু বহু প্রতীক্ষিত ১৮ তম লোকসভা নির্বাচন। দেশের মসনদে কে? কার হাতে থাকবে ভারতের স্টিয়ারিং? প্রধানমন্ত্রীর কুর্সিতে মোদীর হ্যাটট্রিক না লোককল্যাণ মার্গের ঠিকানায় এবার নয়া মুখ? দেড় মাসের লড়াই শেষে মিলবে সেই উত্তর। সেই লক্ষ্যেই আজ থেকে শুরু লোকসভা ভোটের প্রথম পর্ব। রাজ্যে তিন কেন্দ্র জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিঙে ভোটগ্রহণ। ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোটপর্ব এখনও পর্যন্ত আপাত শান্তিপূর্ণ। 

    প্রথম দফার লোকসভা নির্বাচনে ভোটদানের নিরিখে দেশের মধ্যে এগিয়ে বাংলা। সকাল ন’টা পর্যন্ত ১৫ শতাংশ ভোট পড়েছিল উত্তরবঙ্গে। গোটা দেশে ভোট পড়েছিল মাত্র ৯.৭%। চার ঘন্টা পরেও এগিয়ে বাংলা। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মোট ৩৩.৫৬ শতাংশ ভোট পড়েছে।ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা। কেউ কেউ আবার দাবি করছেন যে, দেশের অনান্য রাজ্যের তুলনায় বাংলার মানুষ রাজনৈতিকভাবে বেশি সচেতন। একই বাংলার বুকে ১২ মাসে ১৩ পার্বণের সঙ্গে ভোটকেও গণতন্ত্রের উৎসব হিসাবেই দেখা হয়। মানুষ নিজের ভোট নিজে দিতে চান। আর তাই এদিন সকালেই রেকর্ড গড়ে দিয়েছেন বাংলার মানুষেরা।বাংলা ছাড়াও বিহারের চারটি আসন, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের ছ’টি আসন, উত্তরপ্রদেশের আটটি আসন, রাজস্থানের ১২টি আসন, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়ের দু’টি করে আসন, ছত্তীসগঢ়, মিজ়োরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পুদুচেরির একটি করে আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ। সবচেয়ে বেশি ভোটগ্রহণ হচ্ছে তামিলনাড়ুতে। 
  • Link to this news (২৪ ঘন্টা)