প্রথম দফায় কাকে ভোট দিচ্ছে বাংলার মানুষ? তরজায় অমিত শাহ-কুণাল ঘোষ
প্রতিদিন | ১৯ এপ্রিল ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাকে ভোট দিচ্ছে বাংলার মানুষ? তা নিয়ে প্রথম দফার ভোটের দিনই তরজায় জড়ালেন অমিত শাহ-কুণাল ঘোষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার মানুষের কাছে এমন সরকার নির্বাচনের জন্য আবেদন জানান, যারা অনুপ্রবেশ রুখবে, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করবে। এর পালটা দিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, বাংলার মানুষ তৃণমূলকেই ভোট দেবে। কারণ, মানুষের চাহিদা পূরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।
ভোট শুরুর পরই এক্স হ্যান্ডেলে ভোটদানের আর্জি জানান অমিত শাহ। লেখেন, ?পশ্চিমবঙ্গে আজ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হচ্ছে। আমি জনগণের কাছে এমন একটি সরকার গঠনের পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন করছি, যারা একেবারে নিম্নস্তরে দারিদ্র্য বিমোচন প্রকল্পগুলিকে নিশ্চিত করবে, অনুপ্রবেশ ও দুর্নীতি রোধ করবে এবং মহিলাদের জন্য ন্যায়বিচার ও নিরাপত্তা দেবে।? এর পরই শাহ-কে খোঁচা দিয়ে পোস্ট করেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষও।