• Arvind Kejriwal: 'মাত্র ৩টে খেয়েছি', ইডির আম অভিযোগ নিয়ে সাফাই কেজরিওয়ালের
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
  • আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দেখতে দেখতে কেটে গেছে বেশ কয়েকটাদিন। তবে শুরু থেকেই নিজের সুগার লেভেলের বিষয়ে বার বার ভোকাল হতে দেখা গেছে কেজরিওয়ালকে। এমনকি বার বার আদালতকে তিনি জানিয়েছে যে সুগার লেভেলের ওঠানামার জন্য নিয়মিত তাঁর চিকিৎসকদের পরামর্শ প্রয়োজন।এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার মামলার শুনানির সময় ইডি দাবি করে, জেলে জোর করে আম, মিষ্টি খেয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনকি জোর করে চায়ে চিনি নিয়েও খাচ্ছেন তিনি। ইডি দাবি করে যে, এইভাবে নিজের সুগর লেভেল বাড়িয়ে সেই কারণ দেখিয়ে কেজরিওয়াল আসলে নিজের জমি পোক্ত করছেন জামিনের জন্য। যাতে তাঁর সুগার লেভেল ওঠা নামা করছে এমনটা তুলে ধরে নিজের জামিনের রাস্তা মসৃণ করতে পারেন, তার জন্যই তিনি জেলে জোর করে আম, মিষ্টি, চায়ে চিনি সব জোর করে খাচ্ছেন বলে দাবি করা হয় ইডির তরফে।

    ইডির অভিযোগের একদিন পর অর্থাৎ শুক্রবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে ইডির অভিযোগের পাল্টা যুক্তি খাড়া করলেন। এদিন আদালতে তিনি বলেন, ’৪৮ টি খাবারে মাত্র ৩ টি আম। আলু-পুরী খেলে সেটা ছিল নবরাত্রির প্রসাদ।’

    আদালতে কেজরির বিরুদ্ধে ইডি দাবি করে যে. টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত কেজরিওয়াল প্রতিদিন খাবারে চিনির পরিমাণ বাড়াচ্ছেন। এমনকি নিজের সুগার লেভেল বাড়াতে প্রতিদিন আলু-পুরী, আম, মিষ্টি খাচ্ছেন। সুগার লেভেল বাড়িয়ে মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পাওয়ার জন্য এমন করছেন তিনি বলে আদালতে দাবি করে ইডি।

    ইডির তরফে আদালতে জানানো হয়েছে, যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বাড়িতে রান্না করা খাবার খাোয়ার অনুমতি দেওয়া হয়েছে। আদালতের সামনে কেজরিওয়ালের খাবারের চার্ট এবং প্রেশারের রিপোর্ট পেশ করা হয়েছে।

    যদিো কেজরিওয়ালের আইনজীবী বিবেক জৈন দাবি করেছেন, ইডির পক্ষের আইনজীবী মিডিয়ার নজর কাড়তে এই ধরনের মন্তব্য করছেন।

    আদালত এদিন কেজরিওয়ালের আইনজীবীকে আম আদমি পার্টির নেতার জন্য নির্ধারিত ডায়েট উপস্থাপন করতে বলেছে। কারাগার থেকেও প্রতিবেদন চাওয়া হবে বলেও জানানো হয়েছে।

    কেজরিওয়ালের আইনজীবী বিবেক জন দাবি করেন, ‘এই ইস্যু ইডি তৈরি করেছে যাতে বাড়ির রান্না খাবারও বন্ধ হয়ে যায়। এটি তাঁর স্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়। কেজরিোয়াল যা কিছু করছেন তা চিকিৎসকের নির্দেশিত ডায়েট মেনেই করছেন। বিষয়টি বিচারাধীন তাই আমরা কিছু বলতে চাই না’
  • Link to this news (এই সময়)