• 'মানুষের চোখ বলছে...', ভোটারদের পালস বুঝে ফেললেন মমতা
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
  • লাগাতার নির্বাচনী প্রচার চালাচ্ছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে সভা করেন মমতা। উভয় সভা থেকেই রাজ্যের উন্নয়নের খতিয়ান ও জনমুখী প্রকল্পের তালিকা তুলে ধরেন মমতা। একইসঙ্গে কোচবিহারে কেন শুধু কেন্দ্রীয় বাহিনী ভোট করাচ্ছে, সেই প্রশ্নও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।সভা থেকে মমতার অভিযোগ, 'কেন্দ্রীয় বাহিনীকে পার্টি ক্যাডারের মতো ব্যবহার করা হচ্ছে।' এরপরেই মমতা প্রশ্ন তোলেন, 'কোচবিহারের শুধু কেন্দ্রীয় বাহিনী কেন কাজ করছে? কোনও রাজ্য পুলিশ নেই, শুধু ৪ জন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ, আর একজন হোম গার্ড, কেন? এতে কী ভাবে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আশা করা যায়? আপনার বিজেপি কমিশনে পরিণত হয়েছেন। আমরা অবাক।' নির্বাচন কমিশনের উদ্দেশে মমতার আরও প্রশ্ন, 'কী করে রাজ্য পুলিশকে বাদ দিয়ে শুধু কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করাতে পারেন? এটা করছে, যাতে ভোট বাক্স লুঠ করতে পারে। আমি সব প্রমাণ পেয়ে গিয়েছি। যদি ভোট লুঠ হয়, শেষ পর্যন্ত লড়ে যাব।'

    এখানেই শেষ নয়, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটদানে বাধা তৈরির চেষ্টাও করা হতে পারে বলেও এদিন আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যদি তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়, তাহলে মা-বোনেদের খাতা খুন্তি নিয়ে তৈরি থাকার বার্তাও দিয়েছেন মমতা। তিনি বলেন, 'আমি জানি আপনাদের হাতা খুন্তির অনেক জোর, ভোটের দিন তৈরি থাকতে হবে, ওরা বাধা দিতে এলে জয় বাংলা স্লোগান দেবেন।'

    এদিকে এদিন ফের একবার রাজ্য সরকারে উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরতে দেখা যায় মমতাকে। তিনি সাফ বলেন, 'কিছু বাকি নেই, সব করে দিয়েছি।' মমতার কথায়, লক্ষ্মীর ভাণ্ডার চলবে, খাদ্যসাথী চলবে, সবুজসাথী চলবে, কন্যাশ্রী চলবে। উপস্থিত জনতার উদ্দেশে মমতা বার্তা, 'ভোট নষ্ট করবেন না।' কারণ ভোটের আগে বাইরে চলে গেলে, ভোটার লিস্ট থেকে নাম কেটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা।

    মমতা আরও বলেন, 'এবারের লোকসভা ভোটে বিজেপি দেশে ২০০টি আসনও পাবে না। মানুষের চোখ বলছে এবারে আর বিজেপি ক্ষমতায় আসবে না। সরকার গড়বে ইন্ডিয়া জোট।' একইসঙ্গে বিভিন্ন সমীক্ষার বিষয়ে বলতে গিয়ে মমতা বলেন, 'ওগুলো সব কাগুজে সমীক্ষা, লক্ষ লক্ষ টাকা ঢেলে বিজেপি এই সমীক্ষা করিয়েছে।' তিনি আরও বলেন, 'জনগণের ভোটে বিজেপি হারবে, মোদী হারবে, এটা জেনে রাখুন, আর বাংলাই পথ দেখাবে।'
  • Link to this news (এই সময়)