• 'আমি এমন এক সাপ...', রায়গঞ্জে বিজেপি প্রার্থীর প্রচারে নতুন ডায়লগ মিঠুনের
    এই সময় | ২০ এপ্রিল ২০২৪
  • রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে প্রচার সারলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। জনতার অনুরোধে ডায়লগও বলতে শোনা যায় তাঁকে। তবে সেই ডায়লগে শোনা গেল একটু অন্য ঢঙে। এদিন মিঠুন বলেন, 'ডায়লগ বললে প্রবলেম হয়! শেষ বার বলেছিলাম, আমার উপরে কেস করে দিয়েছিল! আরে ফিল্মি ডায়লগ বলেছি, বলে আমি নাকি হিংসা ছড়াচ্ছি, ওই সাপের ডায়লগে। সাপের ডায়লগ বলব আমি প্রয়োজনে একটু ঘুরিয়ে-ঘুরিয়ে পেঁচিয়ে-পেঁছিয়ে বলব।' এরপরেই মিঠুন বলেন, 'আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই, আমি এমন এক সাপ, যে ছোট-ছোট ইঁদুর ধরে খাই।'রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের নির্বাচনী প্রচারে সভায় এদিন যোগ দেন মিঠুন চক্রবর্তী। শুক্রবার শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে চেপে রায়গঞ্জের মিরুয়ালের বিএসএফ ক্যাম্পের হেলিপ্যাডে নামেন মিঠুন। রায়গঞ্জ শহরের একটি বেসরকারি হোটেলে অল্প সময় বিশ্রাম নিয়ে সড়কপথে কালিয়াগঞ্জ শহরের মণিবাগ পাড়ার প্রতিবাদ ক্লাবের মাঠে জনসভায় যোগদান করেন তিনি। দলীয় প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে ভোট চাওয়ার পাশাপাশি তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন মিঠুন।

    মিঠুন বলেন, 'আমি বলছি যা দিচ্ছে সব নিয়ে নিন। কন্যাশ্রী - বন্যাশ্রী - নমশ্রী, এক হাজার - দু'হাজার সব নিয়ে নিন, কারণ ওটা আপনাদের পয়সা। ঘুরিয়ে নাক দেখাচ্ছে। সব আপনাদের পয়সা। সবকিছু নিয়ে বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট করুন। একটা সুন্দর বাংলা আপনাদের প্রদান করব। এটাই হল মোদির গ্যারান্টি।' পাশাপাশি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে নাম না করে বলেন, 'একটা কথা, আমাদের বিরুদ্ধে যে দাঁড়িয়েছেন এখানে, এর আগে আমি ওঁর জন্য প্রচার করে গিয়েছি। আমার একটুখানি দুঃখ হয়েছে। আপনি দল বদল করেছেন, তাতে আমার দুঃখ হয়নি। সে করতেই পারেন। কিন্তু দুঃখটা কোথায় জানেন, ওইরকম একটা দুর্নীতিগ্রস্ত দলে জয়েন করলেন কেন?'

    একইসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহম্মদ সানা আখতারকেও এদিন নিশানা করেন মিঠুন। তিনি বলেন, 'সানা আখতার সাহেব, আমাদের এসপি সাহেব, এসপি সাহেব হাত জোড় করে আপনাকে অনুরোধ করছি, দুই চোখ দিয়ে দেখুন, দু'জনের সঙ্গে সমানভাবে ব্যবহার করুন। কেন বলছি, কিসের জন্য বলছি, সেটা আপনি নিশ্চয়ই জানেন। সেটা আমি খুলে বলব না। আপনি একজন বড় অফিসার। এমন অফিসার হন, যে আপনি এন্ট্রি নেবেন, আমরা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যাব।'
  • Link to this news (এই সময়)