Kolkata Weather Today: এপ্রিলেই ৪০ ডিগ্রি ছুঁল কলকাতার পারদ, দহন-জ্বালা আর কত?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ এপ্রিল ২০২৪
Westher Update News:
দমদম, সল্টলেকের পর কলকাতার তাপমাত্রা পারদও ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁল। শুক্রবার বেলা আড়াইটে নাগাদ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। গত ২৪ ঘন্টায় তিলোত্তমার তাপমাত্রা এক ডিগ্রি বেড়েছে।