Mumbai Indians camp rift: মুম্বই ইন্ডিয়ান্সে তুমুল বিদ্রোহ! ক্যাপ্টেন হার্দিকের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা দলের তারকারই, ডিলিট সঙ্গে সঙ্গে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ এপ্রিল ২০২৪
Mohammad Nabi and Hardik Pandya:
মু্ম্বই ইন্ডিয়ান্সে তুমুল বিদ্রোহ। ক্যাপ্টেন হার্দিকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন সতীর্থরাই। আর, তা চলে এসেছে প্রকাশ্যে। এক তারকা অলরাউন্ডার তো সোশ্যাল মিডিয়ায় ক্যাপ্টেন হার্দিকের বিরুদ্ধে পোস্টও করে দিয়েছিলেন। পরে, অবশ্য চাপের মুখে বাধ্য হয়ে তা মুছে দিয়েছেন। সেই তারকা আর কেউ নন। তিনি হলেন মহম্মদ নবি।