LOKSABHA ELECTION 2024: ১৯-এর তুলনায় প্রথম দফায় ভোটের হার কিছুটা কমল, নজরে তামিলনাডু
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ এপ্রিল ২০২৪
বিক্ষিপ্ত হিংসার মধ্যেই মিটল বাংলার তিন আসনে ভোটপর্ব। লোকসভা নির্বাচনের আজ প্রথম পর্ব। এই পর্বে ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দফার ভোটে ১৬০০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পর্বে নয়জন কেন্দ্রীয় মন্ত্রী, দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন প্রাক্তন রাজ্যপালের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। আজ সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলায় গড় ভোটদান ৭৭.৫৭ শতাংশ।