Lok Sabha Election 2024: বামের সাঁড়াশি আক্রমণে দিশেহারা রাহুল, লোকসভা নির্বাচনের প্রথম দিনেই হুঙ্কার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ এপ্রিল ২০২৪
Pinarayi Vijayan On Rahul Gandhi:
লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্বের মধ্যেই রাহুল গান্ধীর বক্তব্যের পাল্টা আঘাত করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কোঝিকোড়ে এক নির্বাচনী সমাবেশে তিনি বলেছিলেন, “জেল শব্দটি ব্যবহার করে আমাকে ভয় দেখাবেন না। আপনার দিদিমা (ইন্দিরা গান্ধী) তাঁর শাসনকালে আমাকে জেলে বন্দী করেছিলেন। আমি দেড় বছর জেলে ছিলাম। আমরা আপনার অশোহ চৌহ্বানের মতো জেলে যেতে ভয় পাইনা”।