• Mohun Bagan: প্র্যাকটিসে অনুপস্থিত হাবাস, হোটেল থেকেই অনুশীলনে নজর
    আজকাল | ২০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লিগ শিল্ড জয়ের রেশ কাটিয়ে আবার মাঠে নেমে পড়লেন দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্সরা। শুক্রবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন সারল মোহনবাগান দল। কিন্তু উপস্থিত ছিলেন না আন্তোনিও লোপেজ হাবাস। ম্যানুয়াল পেরেজের তত্ত্বাবধানেই রিকভারি সেশন চলল। যা নিঃসন্দেহে আবার বাগান সমর্থকদের চিন্তা বাড়াবে। অসুস্থতার জন্য তিনটে ম্যাচে রিজার্ভ বেঞ্চে থাকতে পারেননি হাবাস। মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের দু"দিন আগে অনুশীলনে ফেরেন। সোমবার মোহনবাগানকে লিগ শিল্ড এনে দেন। তবে ম্যাচের আগে এবং পরে সাংবাদিক সম্মেলনে আসেননি। এদিন প্র্যাকটিসেও গরহাজির। স্বভাবতই প্রশ্ন উঠছে ২৩ এপ্রিল প্রথম অ্যাওয়ে সেমিফাইনালে বেঞ্চে থাকবেন তো হাবাস? এখনও পর্যন্ত জানা গিয়েছে, দলের সঙ্গে যাবেন বর্ষীয়ান কোচ। আবার শরীর একটু খারাপ হওয়ায় কোনও ঝুঁকি নিতে চাননি। তাই এদিন ডেপুটির ওপরই অনুশীলনের ভার ছেড়ে দেন। তবে তাঁর কথা মতোই হয়েছে প্র্যাকটিস। সেটা যুবভারতী সংলগ্ন হোটেল থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেছেন হাবাস। সুতরাং, সশরীরে উপস্থিত থাকতে না পারলেও বাগানের হেড কোচের নজর ছিল প্র্যাকটিসেই। ওড়িশা বা কেরল ব্লাস্টার্স, প্রতিপক্ষ যেই হোক না কেন প্রথম সেমিফাইনাল খেলতে সোমবার উড়ে যাবে মোহনবাগান দল। তার আগে পর্যন্ত এখানেই চলবে প্রস্তুতি। তবে শনিবার প্র্যাকটিসে হাবাস থাকবেন কিনা সেটা এখনও জানা যায়নি। সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। সবুজ মেরুন সমর্থকদের প্রার্থনা, সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুত মাঠে ফিরুক হাবাস। তিনদিনের ছুটি কাটিয়ে শুক্র বিকেলে পুরোদমে অনুশীলন করেন দিদিরা। প্র্যাকটিসে পুরো দল হাজির ছিল।
  • Link to this news (আজকাল)