• Mumbai Indians: ডিআরএসে জোচ্চুরির‌ অভিযোগ মুম্বইয়ের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল...
    আজকাল | ২০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যশপ্রীত বুমরার দুরন্ত বোলিংয়ে শেষপর্যন্ত জয় ছিনিয়ে নেয় হার্দিক পাণ্ডিয়ার দল। আশুতোষ শর্মা এবং শশাঙ্ক সিংয়ের বিধ্বংসী ইনিংস পাঞ্জাবকে প্রায় জয়ের দোরগোড়ায় নিয়ে এসেছিল। কিন্তু শেষপর্যন্ত ম্যাচ বের করে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে জিতলেও বিতর্কে মুম্বই। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে মুম্বইয়ের বিরুদ্ধে জোচ্চুরি অভিযোগ তোলা হয়েছে। ডিআরএসে নাকি চুরি করেছে হার্দিকের দল। ঠিক কী ঘটেছিল? অর্শদীপের বোলিংয়ে ব্যাট করছিলেন সূর্যকুমার যাদব। ওভারের শেষ বলে ওয়াইড ইয়র্কার দেন। সূর্য অফস্ট্যাম্পের দিকে এগিয়েও বলের নাগাল পায়নি। মাঠের আম্পায়ার ওয়াইড দেয়নি। ডাগআউট থেকে ডিআরএস নেওয়ার ইশারা করেন টিম ডেভিড। তাঁকে যে ক্যামেরা ধরছে সেটা খেয়াল করেনি। সেটা দেখে পাঞ্জাব কিংসের অস্থায়ী অধিনায়ক আম্পায়ারকে অভিযোগ জানায়। বলেন, মাঠের বাইরে থেকে ইশারা করা হচ্ছে, যা নিয়ম বহির্ভূত। কিন্তু কর্ণপাত করেনি আম্পায়ার। বেঞ্চ থেকে সিগনাল আসার পর রিভিউ নেয় মুম্বই। স্যাম করনের প্রতিবাদ সত্ত্বেও ওয়াইড দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ১৫তম ওভারে। যা দেখে প্রচণ্ড চটে যায় ফ্যানরা। আইপিএলে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠে যায়। ধারাভাষ্য দেওয়ার সময় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মুরলি কার্তিক, টম মুডিও। 
  • Link to this news (আজকাল)