• Calcutta High Court: গরমের কথা মাথায় রেখে আইনজীবীদের কালো গাউন পরায় ছাড়
    আজকাল | ২০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গরমের দাবদাহ। নাজেহাল অবস্থা সকলের। এসবের মাঝেই গরমে কালো পোশাক পরে একের পর এক মামলা লড়ে চলেছেন আইনজীবীরা। গরমের মাঝে সমস্যা হলেও কোনও উপায় ছিল না। চলত কালো পোশাক পরেই আদালত চত্বরে তাঁদের দৌড়াদৌড়ি। তবে এবার, প্রবল গরমে এই হাঁসফাঁস দশা থেকে কিছুটা স্বস্তি। পাল্লা দিয়ে যখন দিনে দিনে পারদ চড়ছে তখন তাঁদের জন্য জারি হল বিশেষ বিবৃতি, লাঘব হল পোশাকের ভার। শুক্রবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, প্রবল দাবদাহের কথা মাথায় রেখে, এবার থেকে আর কালো জোব্বা বা গাউন পরে আদালতে আসতে হবে না আইনজীবীদের। এই নিয়ম কার্যকর থাকবে ১০ জুন অর্থাৎ গ্রীষ্মাবকাশের পর পুনরায় আদালত খোলা পর্যন্ত। স্বাভাবিক ভাবেই আদালতেই এই নির্দেশে স্বস্তিতে আইনজীবীরা। সূত্রের খবর, আইনজীবীদের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছিল আগেই। সেই আবেদনে সিলমোহর দিয়েছে আদালত।
  • Link to this news (আজকাল)