• ISL: হার কেরলের, সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ ওড়িশা
    আজকাল | ২০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইএসএল সেমিফাইনালে ওড়িশা এফসির মুখোমুখি হবে মোহনবাগান। মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম লেগে সার্জিও লোবেরার দলের বিরুদ্ধে নামবে লিগ শিল্ড জয়ীরা। ২৮ এপ্রিল যুবভারতীতে ফিরতি লেগ। শুক্রবার ঘরের মাঠে প্রথম প্লে অফে কেরল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের ছাড়পত্র সংগ্রহ করল ওড়িশা। প্রথমবার আইএসএলের শেষ চারে তাঁরা। নির্ধারিত সময় ম্যাচ ১-১ গোলে শেষ হয়। অতিরিক্ত সময় ম্যাচের নিষ্পত্তি হয়। এক গোলে পিছিয়েও দারুণ প্রত্যাবর্তন রয় কৃষ্ণদের। ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচে পিছিয়ে পড়েও জেতার নজির গড়ল ওড়িশা। ম্যাচের ৬৭ মিনিটে ফেডর কার্নিশের গোলে এগিয়ে যায় কেরল। কিন্তু খেলা শেষ হওয়ায় তিন মিনিট আগে ম্যাচে সমতা ফেরায় ওড়িশা। ৮৭ মিনিটে গোল করেন দিয়েগো মরিসিও। এদিন দুর্দান্ত আহমেদ জাহু। জয়সূচক গোলের সূচনাটা তাঁর পা থেকেই হয়। জাহুর লং বলে নিখুঁত মাইনাস রয় কৃষ্ণর। গোলে ঠেলতে ভুল করেননি আইজ্যাক রালতে। ম্যাচের ৯৮ মিনিটে ২-১ করে ওড়িশা। এরপরও সমতা ফেরানোর একাধিক সুযোগ পায় কেরল। কিন্তু সুযোগ নষ্টের বন্যা। যার খেসারত দিতে হল কেরলকে। ম্যাচ শেষে আনন্দে একলাফে রয় কৃষ্ণর কোলে উঠে পড়েন লোবেরা। মঙ্গলবার কলিঙ্গ জয়ের উদ্দেশে নামবে হাবাসের বাগান। তবে লড়াইটা মোটেই সহজ হবে না। লোবেরার হাত ধরে বদলে গিয়েছে ওড়িশা। সুপার কাপ ফাইনালের পর এবার আইএসএলের সেমিতে রয় কৃষ্ণরা। তারওপর ঘরের মাঠে অনবদ্য পারফরম্যান্স। সতর্ক থাকতে হবে বাগানকে। 
  • Link to this news (আজকাল)