• স্বাধীনতার আগের ১০ আইন পরিবর্তন চায় মোদি সরকার
    আজকাল | ২০ এপ্রিল ২০২৪
  • বীরেন ভট্টাচার্য: স্বাধীনতার আগের সময়ের প্রায় ১০টির বেশি আইন সংশোধন করতে চায় মোদি সরকার। বিষয়টি নিয়ে রাজ্য সরকারগুলির মতামত চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সমস্ত রাজ্য পুলিশের ডিজিদের চিঠি লিখে মতামত চেয়েছে কেন্দ্রীয় সরকার। রেজিস্ট্রেশন অফ ফরেন অ্যাক্ট ১৯৩৯, পাসপোর্ট আইন ১৯২০, ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩ এবং এক্সপ্লোসিভ সাবট্যান্স অ্যাক্ট ১৯০৮ এর সংশোধন করতে চায় স্বরাষ্ট্রমন্ত্রক। নির্বাচন মিটে গেলেই যাতে দ্রুত আইন সংশোধন করা যায়, তার রোড ম্যাপ তৈরির জন্য আমলাদের নির্দেশ দেওয়া হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে সমস্ত মন্ত্রকের সচিবালয়কে নতুন সরকার গঠনের পর প্রথম ১০০ দিনের কাজের প্রস্তুতি সম্পন্ন করে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এই পদক্ষেপ তারই অংশ বলে দাবি স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের। যে আইনগুলি সংশোধন করতে চায় মোদি সরকার, তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট। সূত্রের খবর, প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এই আইনের সংশোধন করা হবে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি, রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং, তদন্তকারী সংস্থা সিবিআই, প্রতিরক্ষা মন্ত্রক, কর্মিবর্গ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যেই একটি খসড়া বিল তৈরি করা হয়েছে। নতুন সরকার গঠনের পর যত দ্রুত সম্ভব বিলটি নিয়ে অগ্রগতি চায় স্বরাষ্ট্রমন্ত্রক।
  • Link to this news (আজকাল)