আমরোহা: প্রথম দফার ভোটের দিনও ধর্মের প্রশ্নেই 'ইন্ডিয়া' জোটকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নিশানায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। দ্বারকায় পুজো থেকে শুরু করে জরুরি অবস্থা-শুক্রবার মোদীর নির্বাচনী প্রচারে উঠে এলো একাধিক প্রসঙ্গ।ক'দিন আগে গুজরাটের দ্বারকায় সমুদ্রের নীচে গিয়ে পুজো নিবেদন করেছিলেন মোদী, ভাইরাল হয়েছিল সেই ছবি-ভিডিয়ো। রাহুল গান্ধী সেই পুজো নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, কৃষক সমস্যা, মূল্যবৃদ্ধি, বেকারত্বের মতো সমস্যা থেকে নজর ঘোরাতে এই সব পুজো-আচ্চা করে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী। শুক্রবার উত্তরপ্রদেশের আমরোহার নির্বাচনী সভা থেকে এর জবাব দিলেন মোদী। বলেন, 'প্রত্নতত্ত্ববিদরা সাগরের নীচেই দ্বারকার সন্ধান পেয়েছিলেন। তাই আমি সমুদ্রের নীচে গিয়ে পুজো করেছি...কিন্তু কংগ্রেসের শেহজাদার বক্তব্য, সমুদ্রের নীচে প্রার্থনা করার মতো কিছুই নাকি নেই! এই লোকগুলো আমাদের সংস্কৃতি, হাজার বছরের পুরোনো ধর্মবিশ্বাসকে অস্বীকার করে শুধুমাত্র ভোটব্যাঙ্কের জন্য।' এর পাশাপাশি সপা প্রধান অখিলেশ যাদবকে বিঁধে মোদীর বক্তব্য, 'বিহারে গিয়ে যাঁরা নিজেদের যদুবংশীয় বলে দাবি করেন, তাঁরা কি সত্যি যদুবংশীয়? তা হলে যাঁরা সনাতন ধর্মকে অপমান করেছেন, তাঁদের পাশে বসলেন কী ভাবে?' মোদীর দাবি, দুই যুবরাজকে নিয়ে উত্তরপ্রদেশে একটা ফিল্ম দেখানোর চেষ্টা হয়েছিল, যা উত্তরপ্রদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। কংগ্রেস আর সপা স্বজনপোষণ, দুর্নীতি এবং তোষণের রাজনীতি করে বলে দাবি প্রধানমন্ত্রীর।
শুক্রবার শুধু উত্তরপ্রদেশে নয়, মহারাষ্ট্রের ওয়ার্ধা এবং অমরাবতীতেও নির্বাচনী সভা ছিল মোদীর। সেখানেও রাহুলকেই নিশানা করেছেন মোদী। ক'দিন আগে নির্বাচনী প্রচারে রাহুল দাবি করেছিলেন, বিজেপি ফের জিতে ক্ষমতায় এলে দেশে আগুন জ্বলবে। সেই প্রসঙ্গ টেনেই এদিন মোদীর খোঁচা, 'যুবরাজ যখন বলছেন, দেশে আগুন জ্বলবে, সেটাই বুঝিয়ে দেয় কংগ্রেসের মানসিকতা কী! সংবিধানের কণ্ঠরোধ, জরুরি অবস্থা চাপিয়ে দেওয়ার মানসিকতা এখনও রয়ে গিয়েছে কংগ্রেসের।' মহারাষ্ট্রেও ধর্মীয় ভাবাবেগ উস্কে দেওয়ার চেষ্টা করেছেন মোদী। তাঁর দাবি, তামিলনাড়ুতে 'ইন্ডিয়া' জোটের যে নেতা সনাতন ধর্ম ধ্বংসের কথা বলেছিলেন, তাঁকেই মহারাষ্ট্রে সভা করতে ডাকা হয়েছে। কংগ্রেস অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান বয়কট করেছে। মোদীর দাবি, ধর্মকে অপমান করাই কংগ্রেসের আসল চেহারা! আর তাই মোদীর ডাক, 'মহারাষ্ট্রের মানুষ কংগ্রেসকে তাদের পাপের শাস্তি দেবে।'