Digha Summer Special Train: আরও সহজে দিঘা! স্পেশাল ট্রেনের ছড়াছড়ি, কবে-কখন-কোথা থেকে ছাড়ছে ট্রেন?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ এপ্রিল ২০২৪
Digha Summer Special Train:
বছরভর দিঘায় (Digha) পর্যটকদের (Tourists) ভিড় লেগেই থাকে। তবে ছুটির মরশুমে সেই ভিড় যেন উপচে পড়ে। তিলধারণের জায়গা থাকে না সমুদ্রনগরীতে। গরমের ছুটিতে (Summer Vacation) পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহর পর্যটকদের বিপুল ভিড়ে কানায় কানায় পূর্ণ থাকে। পর্যটকদের সুবিধার্থে তাই এবার দিঘা যেতে সামার স্পেশাল ট্রেন (Summer Special Train) চালু করেছে রেল।