• RAIN: বৃষ্টি বিপর্যয়ে মরু শহরের হোটেল, শপিং মল থৈ থৈ
    আজকাল | ২০ এপ্রিল ২০২৪
  • রাজশ্রী মুখার্জি, দুবাই: একটি সুন্দর, সাজানো শহর দেড় দিনের মধ্যে তছনছ হয়ে গেল। সোমবার ১৫ এপ্রিল থেকে পরের দুদিন প্রবল ঝড়, বৃষ্টির সম্ভাবনা আছে সেটা টিভি ও রেডিওতে বার বার বলা হচ্ছিল। নববর্ষে সন্ধে থেকে বৃষ্টি শুরু হল। আমরা দুবাই মল আর বুর্জ খলিফা গেছিলাম। তাড়াহুড়ো করে ফিরে এলাম হোটেলে। রাস্তায় গাড়িগুলি পাগলের মতো লেন পাল্টে পাল্টে এগিয়ে যাচ্ছিল। দুবাইয়ের রাস্তাঘাট প্রচণ্ড বৃষ্টির জন্য রাত থেকেই চলে গেল জলের তলায়। প্রশাসন বিভিন্ন জায়গা থেকে সাবধানবাণী শোনাচ্ছিল। ১৬ এপ্রিল থেকে তুমুল ঝড় এবং বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার সকাল থেকেই আকাশ ছিল অন্ধকার। সুন্দরকে অসুন্দর করতে যে বেশি কষ্ট করতে হয় না এই বৃষ্টি যেন তারই প্রমাণ দিল। আমাদের তারকাখচিত হোটেলেও জল থৈ থৈ। এখানে সেখানে তোয়ালে পাতা। স্টাফ খুব কম, আসবে কীভাবে? আল সিফ বলে একটি হেরিটেজ জায়গা রয়েছে। সেখানে বহু মানুষ কেনাকাটা করেন। আমরাও কিছু জিনিস অর্ডার করেছিলাম।সেখানেও ফোন করে জানতে পারা গেল, বৃষ্টির জেরে প্রচুর ক্ষতি হয়েছে। আজ রোদের দেখা মিললেও সমস্ত কিছু ঠিক হতে বেশ কয়েকদিন সময় লাগবে বলেই জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)