Narendra Modi vs Rahul Gandhi : 'অমেঠি ছেড়ে পালিয়েছেন, রাজপুত্রের জন্য নিরাপদ আসন খুঁজছে কংগ্রেস!' রাহুলকে তোপ মোদীর
এই সময় | ২০ এপ্রিল ২০২৪
কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী ওয়েনাড আসন থেকে মুখ থুবড়ে পড়বেন এবং দলকে তাঁর জন্য আরও একটি নিরাপদ আসন খুঁজতে হবে। এমনটাই মন্তব্য করবেন নরেন্দ্র মোদী।প্রথম দফার নির্বাচন মিটতেই শনিবার থেকে দ্বিতীয় পর্বের জন্য প্রচারে নেমে পড়লেন মোদী। আর প্রথমেই রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। মহারাষ্ট্রের নন্দেরে একটি নির্বাচনী জনসভা থেকে তাঁর দাবি, 'আমেঠি থেকে তাঁকে তাড়িয়ে ছেড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কংগ্রেস রাজপুত্র উনি। এবার ওয়েনাডেও অসফল হবেন। উচিত শিক্ষা দেবে তাঁকে ওয়েনাডের ভোটাররা। ওয়েনাড ছেড়ে দেবেন তারপর দলকে তাঁর জন্য আরও একটি নিরাপদ আসন খুঁজতে হবে।'
কটাক্ষের সুরে নরেন্দ্র মোদী বলেন, 'পিনারাই বিজয়ন যেভাবে কংগ্রেসকে আক্রমণ করছেন, আমরাও তেমনভাবে ওদের বলি না। এবার আমি নিশ্চিত কংগ্রেস তাদের রাজপুত্রের জন্য অন্য রাজ্যে অন্য কোনও আসন দেখতে শুরু করবে। ওয়েনাডে ভোট মিটতেই সেই সন্ধান শুরু হবে।'
লোকসভা ভোটের প্রথম পর্বে BJP নেতৃত্বাধীন NDA-কে মানুষ দু'হাত ভরে আশীর্বাদ করেছে বলে দাবি করলেন নরেন্দ্র মোদী। মাত্র ২৫ শতাংশ আসনের জন্যই একে অপরের সঙ্গে লড়ছে ইন্ডিয়া জোট। মনে করছেন তিনি। মোদীর কথায়, 'এখনই যদি এই অবস্থা হয় বিরোধীদের, তাহলে ভোটের পর ওরা কী করবে!'
প্রসঙ্গত, এখনও উত্তর প্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। ২০১৯ সালে এই আসনে স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল গান্ধী। এ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে কংগ্রেস নেতা বলেন, 'দল সিদ্ধান্ত নিয়ে যা মনে করবে আমিও সেটাই করব। কোন আসনে কে প্রার্থী হবে তা ঠিক করা হয় কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকে।' এদিকে, এ বছরই লোকসভার পাট চুকিয়ে রাজ্যসভায় পাড়ি দিয়েছেন সোনিয়া গান্ধী। তিনি রায়বরেলি আসনটি ছেড়ে দিয়েছেন। এই নিয়ে মোদীর কটাক্ষ, 'এই প্রথম ওদের পরিবারের কেউ কংগ্রেসের প্রার্থীকে ভোট দিতে পারবে না। যেখানে ওরা থাকে সেখানে দলের কোনও প্রার্থীই নেই।'
এদিকে, মোদীকেও একহাত নিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন, 'নরেন্দ্র মোদী দুর্নীতির স্কুল চালাচ্ছেন। এন্টায়ার কোরাপশন সায়েন্স নামে একটি চ্যাপ্টার তিনি নিজেই পড়াচ্ছেন। সঙ্গে রয়েছে ডোনেশন বিজনেস চ্যাপ্টারও। কী ভাবে চল্লাশি চালিয়ে ডোনেশনের জন্য টাকা তোলা যায়, কী ভাবে ডোনেশন নেওয়ার পর চুক্তি করতে হয়, কী ভাবে ওয়াশিং মেশিন দুর্নীতিগ্রস্তদের দুর্নীতি ধুয়ে ফেলে, জামিন এবং জেলের খেলা কী ভাবে চালাতে হয় এবং এজেন্সিকে রিকভারি এজেন্ট হিসেবে কীকরে তৈরি করতে হয়, সবটাই শেখান মোদী।'