• Amit Shah Interview : মুছে যাবে 'নিরপেক্ষ' শব্দ? বদলে যাবে সংবিধান? অমিত শাহ বললেন...
    এই সময় | ২০ এপ্রিল ২০২৪
  • কেন্দ্রের BJP সরকার সংবিধান বদল করে দিতে চাইছে। তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই এই বদল করতে পারেন নরেন্দ্র মোদী। এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী থেকে শুরু করে বিরোধী দলের নেতা-নেত্রীরা। এই সংবিধান বদলের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।না তো সংরক্ষণ নিয়ম পরিবর্তন হবে আর না সংবিধান থেকে নিরপেক্ষ শব্দটি মুছে ফেলা হবে। স্পষ্ট করলেন অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর আসন থেকে মনোনয়ন জমা করার পর একটি সংবাদমাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে অমিত শাহ বলেন, 'কংগ্রেস এই ধরণের অভিযোগ তুলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।' তাঁর সংযোজন, 'যদি BJP-র সংবিধান বদল করার উদ্দেশ্য থাকত তবে বহুদিন আগেই তা করে ফেলা যেত। বিগত ১০ বছরে আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা ছিল, তখনই আমরা সংবিধান বদল করে নিতাম তাহলে। এই সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করেই নরেন্দ্র মোদী সরকার ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছে, নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করেছে, তিন তালাক প্রথার অবসান ঘটিয়েছে।'

    এবার কি তবে সংবিধান থেকে মুছে ফেলা হবে নিরপেক্ষ শব্দ? এ প্রসঙ্গে অমিত শাহের বক্তব্য, 'সেকুলার অর্থাৎ নিরপেক্ষ শব্দটি সংবিধান থেকে মুছে ফেলার কোনও প্রয়োজন আমাদের নেই। এই দেশকে ধর্মনিরপেক্ষ করে গড়ে তোলার সবচেয়ে বেশি আগ্রহ BJP-র রয়েছে। এ কারণেই আমরা অভিন্ন দেওয়ানি বিধি চালুর উপর জোর দিচ্ছি।' কংগ্রেসের দিকে আঙুল তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কংগ্রেস দেশকে সরিয়া আইন অনুযায়ী চালানোর চেষ্টা করছে। সে কারণে ওদের সেকুলার বা নিরপেক্ষ সাজতে হয়। আমাদের তা প্রয়োজন পড়ে না। আমরা তো বলছিই এই দেশের সংবিধান ধর্মের উপর ভিত্তি করেই তৈরি।'

    রাহুল গান্ধীকেও নিশানা করেন অমিত শাহ। তাঁর বক্তব্য, 'উনি যেভাবে একটানা বলে যাচ্ছেন BJP সংরক্ষণ নিয়ম বদলে দেবে তার প্রেক্ষিতে আমি স্পষ্টভাবে বলতে চাই, BJP সরকার কখনওই সংরক্ষণ নিয়ম বাতিল করবে না আর করতে দেবেও না।' বরং সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে কংগ্রেসই আগে বহু ভুল সিদ্ধান্ত নিয়েছে তবে BJP সরকার ভবিষ্যতে এমন কোনও পদক্ষেপ নেবে না।

    সংবিধান সংশোধন করা নিয়ে বিরোধীদের সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 'যদি আমাদের সংবিধান বদলাতে হত তবে প্রথমবার ক্ষমতায় এসেই BJP সরকার তা করে ফেলতে পারত। সংসদে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতার দুর্ব্যবহার কখনও করেনি BJP।'

    কার্যত তাচ্ছিল্যের সুরে অমিত শাহ বলেন, 'আসলে তৃতীয়বার ক্ষমতায় ফিরছে NDA, তা নিয়ে বিরোধীরাও কার্যত নিশ্চিত। তাদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে কাঠগড়ার তোলার মতো কোনও ইস্যু নেই। আমি দেশের বিভিন্ন জায়গায় পদযাত্রা করেছি। দেখেছি, মানুষ যারপরনাই চাইছেন নরেন্দ্র মোদীই ফের একবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসুক।'

    দক্ষিণ ভারতেও এ বার BJP ভালো ফল করবে বলে আশাবাদী মোদীর সেকেন্ড ইন কমান্ড। তাঁর কথায়, 'দক্ষিণ ভারতে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা এবার ভোটবাক্সে প্রতিফলিত হবে।'
  • Link to this news (এই সময়)