• ফের গো-ব্যাক স্লোগান, অধীরের গাড়ি ঘিরে বিক্ষোভ! পালটা চ্যালেঞ্জ কংগ্রেস প্রার্থীর
    এই সময় | ২০ এপ্রিল ২০২৪
  • ফের নিজের গড়ে গো-ব্যাক স্লোগান শুনতে হল অধীর রঞ্জন চৌধুরীকে। চূড়ান্ত বিক্ষোভের মুখে বহরমপুরের কংগ্রেস প্রার্থী। তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ কংগ্রেসের। তবে, পালটা অধীরের চ্যালেঞ্জ ওই এলাকাতেই নিজের প্রচার কর্মসূচি চালিয়ে যাবেন তিনি।শনিবার নওদা বিধানসভার দমদমা শ্যামনগর এলাকায় প্রচার শুরু করেন অধীর রঞ্জন চৌধুরী। সেখান থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করে কংগ্রেস প্রার্থীর। কিছুদুর গাড়ি এগোতেই তাঁর মিছিল ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়। কংগ্রেসের অভিযোগ, স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি শফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ।

    অধীরের গাড়ি ঘিরে যখন বিক্ষোভ দেখায় তৃণমূল, সেই সময়ই পাল্টা স্লোগান তোলেন কংগ্রেসের কর্মীরা। দুই পক্ষের উত্তেজনার সৃষ্টি হয়। অধীরের গাড়ি আটকে থাকে কয়েকশো তৃণমূল কর্মীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা শুরু হয়।

    কিছুদিন আগেই বহরমপুরে প্রচারে বেরিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল তাঁকে। এমনকি, গাড়ি থেকে বেরিয়ে এক তৃণমূল কর্মীকে মারধর করেন অধীর বলেও অভিযোগ করা হয়েছিল তৃণমূলের তরফে। বহরমপুরের পরে এবার নওদা এলাকাতেও বিক্ষোভের মুখে পড়লেন পাঁচ বারের জয়ী কংগ্রেস প্রার্থী।

    'আমি জবাব দেব কোথায় কী হচ্ছে?' ক্ষুব্ধ অধীর রঞ্জন চৌধুরী

    বিষয়টি নিয়ে অধীর বলেন, ‘তৃণমূল কংগ্রেস চেয়েছিল এখানে আমার প্রোগ্রাম বন্ধ করে দিতে। সেই কারণে, আমার গাড়ি ঘিরে ধরে। আমি চ্যালেঞ্জ করে বলছি, প্রোগ্রাম এখানেই হবে। আমাদের নির্দিষ্ট সূচি মেনেই হবে।’ তাঁর দাবি, দু’চারটে তৃণমূলের গুন্ডা দেখে দমে যাওয়ার লোক অধীর চৌধুরী নয়। বিষয়টি প্রশাসনকেও জানিয়েছি বলে জানান কংগ্রেস প্রার্থী। বারবার তাঁর প্রচারে ইচ্ছাকৃত ভাবে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি অধীরের।

    অন্যদিকে, তৃণমূলের দাবি স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে অধীর রঞ্জন চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেয়। নিজের এলাকাতেই জনপ্রিয়তা হারিয়েছেন কংগ্রেস সাংসদ। সেই কারণে, বারবার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাঁকে। বিক্ষোভের মাঝেই রাস্তা থেকে তৃণমূল কর্মী, সমর্থকদের হটিয়ে দিতে তৎপর হয় পুলিশ। বেশ কিছুক্ষণ গন্ডগোলের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রসঙ্গত, এবার অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এবার বহরমপুর কেন্দ্রে দুই দলের মধ্যে জোর লড়াই বলেই ধারণা রাজনৈতিক মহলে।
  • Link to this news (এই সময়)