• Education Minister’s Sarcasm To Governor: ‘লজ্জা’! বললেন ব্রাত্য, শিক্ষাবিদদের রাজভবনে আমন্ত্রণ জানিয়ে এমন কী করলেন রাজ্যপাল?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ এপ্রিল ২০২৪
  • Bratya Basu Called Governor’s Behavior A Shame:

    বাংলার সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত সপ্তমে। এসবের মধ্যেই নবান্নের দেওয়া তালিকা থেকে ৬ জনের নাম চূড়ান্ত করে শুক্রবার রাতেই বিবৃতি দেয় রাজভবন। তারপর শনিবার সাত শিক্ষাবিদকে রাজভবের তরফে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ রক্ষায় রাজভবনে হাজিরও হন রাজ্যের বিদগ্ধ শিক্ষাবিদরা। যা নিয়েই ফের তরজা তুঙ্গে। শিক্ষামন্ত্রীর অভিযোগ আমন্ত্রণ জানিয়েও রাজ্যের শিক্ষাবিদদের সঙ্গে সাক্ষাৎ করেননি রাজ্যপাল তথা আচার্য। যা বাংলার শিক্ষাবিদদের ‘অপমান’।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)