Digha: পর্যটকদের জন্য বাম্পার সুখবর! দিঘায় এবার ফাটাফাটি মজা! আর ক’দিনেই চালু দুর্দান্ত পরিষেবা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ এপ্রিল ২০২৪
Digha:
দিঘা (Digha) বরাবরই বাঙালির বেড়ানোর (Travel) তালিকার একেবারে ওপরের দিকেই থাকে। দিন কয়েকের জন্য বেড়াতে যাওয়ার ক্ষেত্রে দিঘা একেবারে পারফেক্ট চয়েজ। এই দিঘাতেই এবার শীঘ্রই চালু হয়ে যাচ্চে বহু প্রতীক্ষিত দুরন্ত এক পরিষেবা। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (DSDA) সূত্রেই এই তথ্য জানা গিয়েছে।