মাত্রাছাড়া গরম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জেলায়-জেলায় তাপপ্রবাহ (Heat Wave)। শহর কলকাতায় বইছে লু (Loo)। প্রচণ্ড গরমে নাজেহাল আট থেকে আশি। অস্বস্তিকর এই পরিবেশ থেকে পরিত্রাণ পেতে অনেকেই নিজেদের মতো করে সুস্থ থাকার চেষ্টা করে চলেছেন। তাতে কিছুটা রিলিফ মিলছে ঠিকই, তবে এব্যাপারে বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ একান্তভাবে জরুরি। তা না হলে বাড়ির বাচ্চা কিংবা বয়স্ক মানুষদের এই জ্বালাপোড়া গরম থেকে মুক্তি দিতে যে পন্থা আপনি নিচ্ছেন তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে।