২৪-এর নির্বাচনের পর কংগ্রেস ‘রাজপুত্রের’ জন্য খুঁজতে হবে আরও একটি নিরাপদ আসন’, রাহুলকে চরম কটাক্ষ মোদীর।
আমেঠি থেকে যেভাবে কংগ্রেসের ‘সাহাবজাদা’কে ১৯-এর ভোটে হারতে হয়েছিল এবার ওয়েনাডেতেও একই অবস্থা হবে রাহুল গান্ধীর। এভাবেই প্রথম দফার নির্বাচনের পরের দিন মহারাষ্ট্রের নির্বাচনী জনসভায় কংগ্রেস নেতাকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী।