• Preity Zinta-Rohit Sharma: পাঞ্জাবের কি ক্যাপ্টেন হচ্ছেন রোহিত! ভাইরাল খবরে মুখ খুললেন মালকিন প্রীতি জিন্টা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ এপ্রিল ২০২৪
  • Preity Zinta And Rohit Sharma:

    তাঁর সম্পর্কে প্রকাশিত হয়েছে, তিনি নাকি বলেছেন যে রোহিত শর্মাকে পাওয়ার জন্য জীবন পর্যন্ত বাজি রাখতে পারেন। এমন ধরনের খবর সত্যতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। তিনি এই ধরনের প্রচারকে, ‘নিম্নরুচির’ বলে কটাক্ষ করেছেন। একইসঙ্গে তাঁর নাম করে চালিয়ে দেওয়া এই উক্তি সম্পর্কে প্রীতি জানিয়েছেন, এমন কোনও কিছু তিনি বলেননি। সবটাই ভুয়ো। তাঁর নামে স্রেফ মিথ্যে প্রচার করা হয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)