• Israel: নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত...
    আজকাল | ২০ এপ্রিল ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ প্যালেস্তাইনের গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ তাঁর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য ও সামরিক কর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এই খবর প্রকাশ্যে আসার পর জরুরি বৈঠকও করেছেন নেতানিয়াহু। গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে কী করণীয় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রসঙ্গত, বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন ব্রিটেনের বিদেশ মন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির বিদেশ মন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। তাঁদের সঙ্গে বৈঠকের সময়ও সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আলোচনা সারেন নেতানিয়াহু। পরোয়ানা ঠেকাতে তিনি এই দুই দেশের সরকারের সহযোগিতাও চেয়েছেন বলে সূত্রের খবর। এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে ইজরায়েল। বিশেষ করে গাজা উপত্যকায় যুদ্ধের মধ্যে মানবিক সংকটের কারণে তেল আভিভের আশঙ্কা আরও বেড়েছে। 
  • Link to this news (আজকাল)