• Bombed In Iraq:‌ এবার ইরাকেও বোমাবর্ষণ, হামলার দায় নিল না আমেরিকা
    আজকাল | ২০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ তৃতীয় বিশ্বযুদ্ধ কী লেগে গেল?‌ ইরানের পর এবার ইরাকে চলল হামলা। মধ্য ইরাকের একটি মিলিটারি বেসে হামলা চালানো হয়েছে। মধ্য রাতে লাগাতার বোমাবর্ষণ হয় ওই মিলিটারি বেসের উপরে। সেখানে ইরানপন্থী প্যারামিলিটারিরা ছিলেন বলে জানা গিয়েছে। হামলায় একজনের মৃত্যু ও আটজনের গুরুতর আহত হওয়ার খবর মিলেছে। আমেরিকা এই হামলায় তাদের কোনও ভূমিকা নেই বলে জানিয়ে দিয়েছে।প্রসঙ্গত, যুদ্ধ লেগেছিল ইজরায়েল ও হামাসের মধ্যে। প্যালেস্তাইনের উপরে হামলা বাড়তে বাড়তে পড়শি দেশগুলির উপরেও তার আঁচ পড়ে। সম্প্রতি সিরিয়ায় ইরানের দূতাবাসে ইজরায়েল এয়ারস্ট্রাইক চালাতেই ইরান হুমকি দিতে শুরু করে। চলতি সপ্তাহেই ইজরায়েলের উপরে ২০০–রও বেশি মিসাইল দিয়ে হামলা করে ইরান। পাল্টা ফের ইরানে হামলা চালায় ইজরায়েল। এবার ইরাকেও ইরানপন্থী সেনাদের উপরে বোমাবর্ষণ হল। জানা গেছে ইরাকের কালসো বেসে শুক্রবার রাতে হামলা চালানো হয়। ওই বেসে থাকছিল ইরানপন্থী প্যারামিলিটারি গ্রুপ হাসেদ–আল–শাবি। লাগাতার গোলাবর্ষণে ১ জনের মৃত্যু ও ৮ জনের আহত হওয়ার খবর মিলেছে। মজুত রাখা অস্ত্রশস্ত্রেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইজরায়েলের পাশে দাড়ালেও হামলার দায় নিজেদের উপর নেয়নি আমেরিকা। 
  • Link to this news (আজকাল)