• MS Dhoni: ধোনি নামতেই লখনউয়ের স্টেডিয়ামের শব্দের মাত্রা ৯৫ ডেসিবেল! ...
    আজকাল | ২০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ের ইনিংসের দু"ওভার বাকি। ব্যাট হাতে নামলেন মহেন্দ্র সিং ধোনি। চিৎকারে ফেটে পড়ল স্টেডিয়াম। শব্দের মাত্র কত ছাড়িয়েছিল জানেন? ৯৫ ডেসিবেল। ধোনির জনপ্রিয়তা এবং তাঁকে নিয়ে এই উন্মদিনা ধরা পড়েছে লখনউয়ের কুইন্টন ডি ককের স্ত্রী সাসার স্মার্ট ওয়াচে। অবাক সাসা তাঁর ঘড়ির স্ক্রিনের ছবি ইন্টারনেটে তুলে ধরেন। যেখানে লেখা আছে শব্দের মাত্রা ৯৫ ডেসিবেল ছাড়িয়ে গিয়েছে। ১০ মিনিট এটা চলতে থাকলে যেকোনও মানুষ অস্থায়ীভাবে বধির হয়ে যেতে পারে। ধোনির এই জনপ্রিয়তা দেখে অবাক লখনউয়ের ক্রিকেটাররাও। খেলা লখনউয়ের মাঠে হলেও গ্যালারির রং ছিল হলুদ। সেটা যে একমাত্র ধোনির জন্য, বলার প্রয়োজন নেই। ক্যাপ্টেন কুলকে নিয়ে এমন উন্মাদনা নতুন নয়। তবে এবার যেন সবকিছু ছাপিয়ে গিয়েছে। আইপিএল শুরুর আগের দিন নেতৃত্ব ছেড়ে সবাইকে চমকে দিয়েছিলেন ধোনি। তবে চোট নিয়ে সব ম্যাচেই খেলছেন। শুধু তাই নয়, শেষদিকে নেমে কয়েকটা সংক্ষিপ্ত বিধ্বংসী ইনিংসও খেলেন। ৪২ বছরেও যে তিনিই সেরা ফিনিশার সেটা আরও একবার প্রমাণিত হয়। ধরে নেওয়া যায়, এটাই শেষ আইপিএল মাহির। টুর্নামেন্ট শেষ হলেই ক্রিকেট থেকে পুরোপুরি অবসর ঘোষণা করবেন। তাই ধোনিকে শেষবারের মতো বাইশ গজে দেখার সুযোগ ছাড়তে চাইছে না ক্রিকেটপ্রেমীরা। সেই কারণেই অন্যান্য বারের তুলনায়, এবার তাঁকে নিয়ে উন্মাদনা আকাশছোঁয়া। দেশের সব মাঠেই ধোনিকে নিয়ে উন্মাদনার মাত্রা এবার অনেক বেশি। অ্যাওয়ে ম্যাচেও সমর্থন টানছেন চেন্নাইয়ের প্রাক্তন নেতা। তিনি নামলেই উচ্ছ্বাস, উদ্দীপনায় ফেটে পড়ছে স্টেডিয়াম। তাই ঘরের মাঠে খেললেও হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না দলগুলো। এটা বোধহয় শুধু ধোনির ক্ষেত্রেই সম্ভব। 
  • Link to this news (আজকাল)