• SNU: কোহেরেন্স ২০২৪
    আজকাল | ২০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং ভারতীয় বিদ্যা ভবনের যৌথ উদ্যোগে আয়োজিত হল কোহেরেন্স ২০২৪। ১৮ এবং ১৯ এপ্রিল চলে এই অনুষ্ঠান। এখানে মূলত ডিজিটাল টেকনোলজি এবং বিজনেস ম্যানেজমেন্ট রিসার্চ অ্যান্ড প্রাকটিস নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ছোটো ছোটো করে আলোচনার মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও তার অনুশীলন যা ম্যানেজমেন্টের ক্ষেত্রে দরকার তা তুলে ধরা হয়। কোহেরেন্স ২০২৪-এর মাধ্যমে পড়ুয়াদের ভবিষ্যৎ যে আরও উজ্জ্বল হবে তা বলার অপেক্ষা রাখে না। এস এন ইউ-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য ডা. ধ্রবজ্যোতি চট্টোপাধ্যায়, রেজিস্ট্রার প্রফেসর সুমন চ্যাটার্জি সহ অনেকে। ভারতীয় বিদ্যা ভবনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ড. বিক্রম সরকার, ডিরেক্টর ড. জি ভি সুব্রমণিয়ন এবং প্রিন্সিপাল ড. এস পি মহাপাত্র। এদিনের কনফারেন্সে বিভিন্ন রিসার্চ পেপার, এআই সম্পর্কিত ব্যবসার মডেল এবং বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করা হয়।
  • Link to this news (আজকাল)