• Weather Update: ‌আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা, তীব্র গরমের হাত থেকে রেহাই মিলবে?‌ ...
    আজকাল | ২০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গরম কমার লক্ষ্মণ নেই। বরং প্রতিদিনই বাড়ছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ বইছে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। আগামী তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে সোম ও মঙ্গলবার দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতে কতটা সুরাহা হবে তা নিয়ে প্রশ্ন থাকছে। শনিবার কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তার মধ্যে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বুধবারের আগে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হাত থেকে নিস্তারের সম্ভাবনা কম। এই পরিস্থিতিতে সোম ও মঙ্গলবার দক্ষিণের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী চার–পাঁচ দিন উত্তরবঙ্গের আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। 
  • Link to this news (আজকাল)