• ৬ জেলায় তীব্র তাপপ্রবাহের হাই অ্যালার্ট, বৃষ্টির কী খবর? হাওয়া অফিসের পূর্বাভাস
    আজ তক | ২০ এপ্রিল ২০২৪
  • গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁতে পারে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় লু বইতে পারে। জারি করা হল লাল সতর্কতা। বৃষ্টিরও পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। 

    তাপপ্রবাহের সতর্কতা

    হাওয়া অফিস সূত্রে খবর, ২৪ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। শনি এবং রবিবার দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম জেলার ২-১টি জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় লু বইতে পারে। 

    আরও গরম বাড়বে

    কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে। আগামী ২ দিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৭ ডিগ্রি বেশি থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। 

    কলকাতায় কত তাপমাত্রা?

    হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার  সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গতকাল তাপমাত্রা ছুঁয়েছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৮.৬  ডিগ্রি সেলসিয়াসে,যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শহরে  বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৫ শতাংশ এবং ন্যূনতম ২২ শতাংশ। রবিবার কলকাতায় পারদ চড়তে পারে ৪২ ডিগ্রিতে।

    বৃষ্টি কি হবে?

    হাওয়া অফিস সূত্রে খবর,  ২২ এপ্রিল সোমবার , দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    অন্য দিকে, মঙ্গলবার উত্তরবঙ্গের ৪ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙে। 

    আজ কোথায় কত তাপমাত্রা থাকতে পারে?

    হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পূর্ব বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াস।পশ্চিম বর্ধমানে ৪৩, পুরুলিয়ায় ৪৩, বাঁকুড়ায় ৪৪, মেদিনীপুরে ৪৪, হাওড়ায় ৪০, উত্তর ২৪ পরগনায় ৪১, নদিয়ায় ৪২, মুর্শিদাবাদে ৪২, বীরভূমে ৪৩, দক্ষিণ ২৪ পরগনায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।
  • Link to this news (আজ তক)