বিধান নস্কর, দমদম: দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দুই শিশু-সহ ৩জনকে ধাক্কা দিয়ে গার্ডরেল ভেঙে উলটে গিয়েছিল। শুক্রবার বিকেলে কাঁকুড়গাছির কাছে সেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অঙ্কিতা সাউ নামে বছর ছয়ের শিশুর। সেই খবর পেয়ে এদিনও স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। উত্তপ্ত পরিস্থিতি সামলাতে আজও এলাকায় মোতায়েন পুলিশ। এদিকে, ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করেছে ফুলবাগান থানার পুলিশ।
শুক্রবার বিকেলে কাঁকুড়গাছির দিক থেকে বেঙ্গল কেমিক্যাল (Bengal Chemical) মোড়ের দিকে খুব দ্রুতগতিতে (Overspeed) যাচ্ছিল একটি চারচাকার গাড়ি। রাস্তার পাশে সেসময় দুই শিশুকে নিয়ে দাঁড়িয়েছিলেন তপন মাইতি নামে এক ব্যক্তি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ওই তিনজনকে ধাক্কা মেরে গার্ডরেল ভেঙে ঢুকে পড়ে দোকানের ভিতর। অভিযোগ, ওই গাড়ির চালক মদ্যপ (Drunk) অবস্থায় ছিলেন। সে কারণেই গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারেননি এবং এই দুর্ঘটনা। আহত হয় দুই শিশু রিয়া সাউ ও অঙ্কিতা সাউ। তাদের বয়স যথাক্রমে ৬ ও ৭ বছর। তাদের কোনওক্রমে গাড়ির নিচে চাপা পড়া অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে অঙ্কিতার মৃত্যু (Death) হয়।
এদিকে পুলিশ সূত্রে খবর, ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সল্টলেকের (Salt Lake) বাসিন্দা অভিষেক সুলতানিয়া। পুলিশের জেরার মুখে তিনি জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। যার ফলে শুক্রবারের দুর্ঘটনা বলে তাঁর দাবি। মদ্যপ থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ধৃত অভিষেক। ফুলবাগান থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।