Bratya Basu : শিক্ষাবিদদের সঙ্গে দেখাই করলেন না রাজ্যপাল, ক্ষোভ উগরে দিলেন ব্রাত্য
এই সময় | ২০ এপ্রিল ২০২৪
রাজ্যপালের সঙ্গে দেখা করতে আজ রাজভবেন হাজির ছিলেন একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, সহ উপাচার্য এবং অধ্যাপকরা। তাঁদের সঙ্গে দেখাই করলেন না সিভি আনন্দ বোস। বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদদের ‘অপমান’ করা হয়েছে বলে দাবি করলেন তিনি।রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্য-রাজ্যপালের বহুদিন ধরেই বিবাদ চলছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, রাজ্যের পাঠানো তালিকা থেকে দ্রুত ৬ জন উপাচার্যকে নিয়োগ করতে হবে। শনিবার সেই কারণে বিশেষ বৈঠকে বসার কথা ছিল রাজ্যপাল তথা সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোসের।
শনিবার রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসার জন্য উপস্থিত ছিলেন চারজন প্রাক্তন উপাচার্য সহ অন্যান্য শিক্ষাবিদরা। তবে রাজ্যপাল তাঁদের কারোর সঙ্গেই বৈঠক করেননি বলে খবর। কিন্তু কেন তিনি দেখা করলেন না, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘ তিনি ভারতীয় সংস্কৃতি অনুযায়ী অতিথিদের আপ্যায়পনের প্রথা তো ভেঙেছেনই, সেই সঙ্গে বাঙালি শিক্ষাবিদদের অপমান করেছেন। এটা লজ্জার।’
আজ রাজভবনে উপাচার্য নিয়োগ নিয়ে সকাল ১১ টার সময় বৈঠক ছিল। রাজভবনে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, সহ উপাচার্য এবং অধ্যাপকরা বৈঠক করেন রাজভবনের এক উচ্চ পদস্থ আধিকারিকের সঙ্গে। প্রথমে এই বৈঠকে রাজ্যপালের উপস্থিত থাকার কথা থাকলেও, শেষমেষ এই বৈঠকে উপস্থিত ছিলেন না রাজ্যপাল। এই বৈঠকের মূলত উদ্দেশ্য যে বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্য বিহীন রয়েছেন সেই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্যই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।
রাজ্যে ইতিমধ্যে 31 টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬ টি বিশ্ববিদ্যালয় উপাচার্য পদ ফাঁকা রয়েছে, বাকিগুলোতে রয়েছে অন্তর্বর্তী উপাচার্য। ১৬ ই এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানিতে একটি রিপোর্ট পেশ করা হয়। তার পরবর্তীতে দেশের অ্যাটর্নি জেনারেল এর সঙ্গে বৈঠক করেন রাজ্যের রাজ্যপাল। পরবর্তীতে সরকারের তরফে ৩১ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্যে যাঁদের নাম পাঠানো হয়েছিল, তার মধ্যে ৬ টি নামে সিলমোহর দেয় রাজভবন। রাজ্যের ছটি বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পথে বলে তেমনটাই রাজভবন সূত্রে খবর।
রাজ্য সরকার যে বিশ্ববিদ্যালয়ের জন্য যে উপাচার্যদের নাম সুপারিশ করেছিলেন, সেই ক্রমানুসারে রাজভবনের তরফে ডাকা হয়নি । রাজভবন রাজ্য সরকারের সুপারিশ করে দেওয়ার নামের তালিকার মধ্যে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য রাজভবন এর পছন্দ মত ব্যক্তিদের আজকের বৈঠকে ডাকা হয়।