Imran Khan News: জেলে টয়লেট ক্লিনার মেশানো খাবার দেওয়া হচ্ছে স্ত্রীকে! চাঞ্চল্যকর দাবি ইমরানের
এই সময় | ২০ এপ্রিল ২০২৪
কিছুদিন আগেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আদালতে অভিযোগ করেন, বন্দি দশায় তাঁর স্ত্রী বুশরা বিবিকে বিষ খাইয়েছে সেদেশের সরকার এবং সেনা। একাধিক মামলায় আপাতত জেলবন্দি রয়েছেন ইমরান খান। তিনি অভিযোগ করেন তোষাখানা মামলায় বুশরাকে তাঁর ব্যক্তিগত বাসভবনে বন্দি করার সময় বিষ প্রয়োগ করা হয়েছিল। পরে বাসভবনটি একটি সাব জেলে পরিণত করার নির্দেশিকা জারি করে পাক সরকার। সেখানেই জেলবন্দি ছিলেন বুশরা।আদিয়ালা জেলে একটি মামলার শুনানি চলাকালীন ইমরান খান এমন অভিযোগ করেন। শুনানির সময় তিনি বলেন, বিষ প্রয়োগ করার ফলে তাঁর স্ত্রীর ত্বক এবং জিহ্বায় বিষের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তিনি গোটা ঘটনার জন্য সরাসরি পাক সেনা প্রধান জেনারেল অসিম মুনির এবং তাঁর বাহিনীকে দায়ী করেন।
এবার ফের একবার স্ত্রী বুশরার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন ইমরান খান। আদালতে ইমরান দবি করেছেন, তাঁর স্ত্রী বুশরাকে টয়লেট ক্লিনার মেশানো খাবার দেওয়া হচ্ছে। তিনি বলেন, টয়লেট ক্লিনার মেশানো খাবার খাবারের কারণে পেটের জ্বালা এবং অন্যান্য সমস্যায় ভুগছেন বুশরা। এর কারণে তাঁর স্বাস্থ্যেরও অবনতি হচ্ছে বলে বিচারক নাসির জাভেদের আদালতে জানিয়েছেন ইমরান খান।
ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খআনের বিরুদ্ধে বহু মামলা বিচারাধীন। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ইমরানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে তোষাখানা মামলাও চলছে। ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় আদালতে আদালতে শুনানি চলাকালীন স্ত্রীকে নষ্ট খাবার দেওয়ার কথা বলেন তিনি।
ইমরান খান বলেন, শওকত খানম হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ডঃ অসীম ইউসুফ বুশরা বিবির পরীক্ষা শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে করাতে বলেছিলেন। ইমরান বলেন, যে জেল প্রশাসন পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে পরীক্ষা পরিচালনার বিষয়ে অনড়। এরপর আদালত ডঃ ইউসুফকে ইমরান খান এবং বুশরা বিবির ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেয়।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বুশরা বিবি ইসলামাবাদ হাইকোর্টকে তার পছন্দের একটি বেসরকারি হাসপতালে শারীরিক পরীক্ষার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তিনি তাঁর কর্তৃপক্ষের দেওয়া খাবারের মাধ্যমে তাঁকেবিষ প্রয়োগ করা হচ্ছে কিনা তা জানতে চেয়েছিলেন। বুশরা বিবি দাবি করেন, তিনি অম্বল ও গলা, মুখ ব্যাথার সমস্যায় ভুগছিলেন।
ইমরান খান জেলে যাওয়ার পর তাঁর দল পিটিআই-এর নেতারা ইমরান এবং তাঁর স্ত্রী বুশরার সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কা প্রকাশ করেন।