• Karnataka Congress Leader Daughter Stabbed: মেয়ের খুনে লাভ জিহাদের তত্ত্ব খাড়া কংগ্রেস নেতার, তুঙ্গে তরজা
    এই সময় | ২০ এপ্রিল ২০২৪
  • কর্নাটকে কংগ্রেস নেতার মেয়েকে কুপিয়ে খুনের ঘটনায় শোরগোল। কলেজে ক্য়াম্পাসের মধ্যেই অভিযুক্ত কংগ্রেস নেতার মেয়েকে ছুরির কোপ মেরে খুন করে বলে অভিযোগ। অভিযুক্ত যুবকের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক ছিল বলে গুঞ্জন। তবে সম্প্রতি তিনি অভিযুক্তকে এড়িয়ে চলতেন বলে খবর। কংগ্রেস নেতা তথা খুন হওয়ার তরুণীর বাবা এই ঘটনাকে 'লাভ জিহাদ' বলে দাবি করেছেন। তবে কংগ্রেস অবশ্য সে অভিযোগ উড়িয়ে দিচ্ছে। তবে ২৩ বছরের নেহা হীরেমাথের মৃত্যু ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। এই খুন নিয়ে সরব হয়েছে বিজেপিও। যদিও দক্ষিণের রাজ্য়ে কংগ্রেস নেতার মেয়ের এই খুনের 'লাভ জিহাদের' তত্ত্ব মানতে নারাজ কংগ্রেস।ঠিক কী জানা গিয়েছে?

    কর্নাটকের কেএলই টেকনোলজিক্যাল বিশ্ববিদ্য়ালয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতকোত্তরের (MCA) প্রথম বর্ষে পড়তেন নেহা হীরেমাথে। অভিযুক্ত ফয়জ খোন্দুনায়েক নেহার প্রাক্তন সহপাঠী। অভিযুক্তের দাবি, সে শুধু সহপাঠীই নয়, প্রেমের সম্পর্কও ছিল দু'জনের মধ্য়েই। তবে সাম্প্রতিক সময়ে ফয়জকে এড়িয়ে চলতেন নেহা। এমনকী প্রেমের প্রস্তাবও অস্বীকার করেছিলেন। এরপর আক্রোশে সে প্রাক্তন বান্ধবীকে আক্রমণ করে বলে জানা গিয়েছে। নেহার শরীরে সাতটি ছুরির কোপ মারে ফয়জ। নেহার মৃত্যু হয় ঘটনাস্থলেই। পুলিশ অভিযুক্ত ফয়জকে গ্রেফতার করেছে।

    ঘটনায় 'লাভ জিহাদের' অভিযোগ তুলেছেন নেহার বাবা কংগ্রেস নেতা নিরঞ্জন হীরেমাথে। তাঁর দাবি, মেয়েকে ফাঁদে ফেলা হয়েছিল। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, 'বহু দিন ধরেই চক্রান্ত করেছে ওই গ্য়াং। ওরা চেয়েছিল আমার মেয়েকে ফাঁদে ফেলতে কিংবা খুন করতে। আড়ালে আমাকেও নিয়মিত শাসাচ্ছিল। তবে মেয়ে সেই সব হুমকিত পাত্তা দেয়নি।' তবে শাসক দল কংগ্রেস 'লাভ জিহাদের' যুক্তি উড়িয়ে দিয়েছে। দলের দাবি, ব্যক্তিগত আক্রোশ থেকেই অভিযুক্ত অপরাধ করেছে। দলের এই মন্তব্যে আবার ক্ষোভ উগরে দিয়েছেন ওই নেতা। বলেন, 'গোটা রাজ্য তথা দেশ দেখেছে আমার মেয়ের সঙ্গে কী হয়েছে। ওরা কী ভাবে বিষয়টিকে ব্যক্তিগত বলছে? ওরা কী আমার আত্মীয় হয়?' অন্যদিকে, অপরাধীর কঠোর শাস্তির দাবি তুলেছেন অভিযুক্তর বাবা। তাঁর দাবি, ছেলে যদি দোষ করে থাকে তবে তাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে দ্বিতীয়বার মেয়েদের হেনস্থা করার সাহস আর কেউ না পায়। যদিও কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে এই মামলার সঙ্গে 'লাভ জিহাদে'র কোনও সম্পর্ক নেই।

    তবে বিষয়টি নিয়ে রাজ্য়ের শাসক দল বনাম বিজেপির মধ্যে আকচাআকচি থেমে নেই। কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য়ের রওয়াড়ের সাংসদ প্রহ্লাদ যোশির সন্দেহ ঘটনাটি নিঃসন্দেহে 'লাভ জিহাদের' ঘটনা। অন্য়দিকে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি কর্নাটক সরকারকে বিষয়টির জন্য কাঠগড়ার তুলে মন্তব্যে করছেন, রাজ্য আইনশৃঙ্খলার পরিস্থিতির ক্রমাগত অবনতিতে জনতা অস্বস্তিতে পড়েছে। তাঁর কথায়, কংগ্রেসের 'সি-এর অর্থ কোরাপশন, ক্রিমিনালাটি অ্যান্ড কমিউনাল ভায়োলেন্স’-এর প্রতীক হয়ে উঠেছে। অন্যদিকে বিজেপি নেতা শাহজাদ পুনেওয়ালাও বিষয়টি নিয়ে আক্রমণ করেছেন কংগ্রেসকে। তাঁর কথায়, 'কংগ্রেস সরকারের আমলে দুষ্কৃতীরা অবাধ ঘোরাঘুরি করছে।'
  • Link to this news (এই সময়)