• Doordarshan New Logo : দুরদর্শনের 'গৈরীকিকরণ' নিয়ে সরব প্রাক্তন সিইও জহর সরকার, 'গেরুয়া নয় কমলা', সাফাই বর্তমানের
    এই সময় | ২০ এপ্রিল ২০২৪
  • সম্প্রতি বদলে গিয়েছে ডিডি নিউজের লোগোর রং। নীলের বদলে এখন দুরদর্শনের লোগোর রং গেরুয়া। যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রে রে করে উঠেছে বিরোধী শিবির। প্রসার ভারতীর প্রাক্তন সিইও তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জহর সরকার এই নিয়ে তীব্র আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী সরকারকে।সরব প্রাক্তন বসতৃণমূল সাংসদ জহর সরকার দুরদর্শনের এই পরিবর্তন দেখে ব্যথিত। কেন এর গৈরীকিকরণ হচ্ছে তা নিয়ে সরব হয়েছেন তিনি। প্রসার ভারতীর প্রাক্তন এই বসের কথায়, 'জাতীয় সম্প্রচারক দুরদর্শনের ঐতিহ্যবাহী লোগোর রং গেরুয়া করা হয়েছে। প্রাক্তন সিইও হিসেবে এই গৈরীকিকরণে আমি ব্যথিত। এটি অ্যালার্মিং। মনেই হচ্ছে না এটি সেই আগের প্রসার ভারতী। এটা প্রচার ভারতী হয়ে গিয়েছে।'

    উল্লেখ্য, ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত অল ইন্ডিয়া রেডিয়ো এবং দুরদর্শনের অভিভাবক সংস্থা প্রসার ভারতীর সিইও পদে ছিলেন জহর সরকার। একটি ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় এদিন জহর সরকার বলেন, 'এটা কখনওই মেনে নেওয়া যাচ্ছে না, জাতীয় সম্প্রচারকের রং গেরুয়া করে দেওয়া হচ্ছে। এমন একটি ঐতিহ্যবাহী ব্র্যান্ডের গেরুয়াকরণ কাম্য নয়।' আচমকা এভাবে রংবদল করে দেওয়া নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গ করার আওতায় পড়ছে বলেও মন্তব্য করেছে জহর সরকার।

    সাফাই বর্তমান সিইওরপ্রসঙ্গত, প্রসার ভারতীর বর্তমান সিইও যদিও জহর সরকারের সঙ্গে একমত নন। চিত্রায়নের নান্দনিকতার সঙ্গে মিল রেখেই দুরদর্শনের লোগোর রং পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছেন গৌরব দ্বিবেদী। তিনি বলেন, 'এটি কমলা, গেরুয়া নয়। চ্যানেলের ব্র্যান্ডি এবং নান্দনিকতার দিকে গুরুত্ব দিয়েই একটি উজ্জ্বল রং লোগোর জন্য বেছে নেওয়া হয়েছে। কেবলমাত্র লোগোর রং পরিবর্তন করা হয়েছে তাই নয়, দুরদর্শনের লুক চেঞ্জ হয়েছে। নতুন লাইটিং, সেট আপ করা হয়েছে, স্টুডিয়ো সাজিয়ে তোলা হয়েছে।'

    কী ব্যাখ্যা দুরদর্শন কর্তৃপক্ষের?এক্স হ্যান্ডেলে DD News অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে, 'আমাদের আদর্শ এক রয়েছে। তবে আমরা এবার এক নয়া অবতারে। এমন একটি সংবাদযাত্রার জন্য তৈরি থাকুন, যা আগে কখনও দেখেননি। বিকল্প ডিডি নিউজ এখন আপনাদের সামনে। গতির থেকেও বেশি দ্রুত সঠিক খবর পেশ করা, দাবি থেকে বেশি তথ্য এবং চাঞ্চল্যকর খবরের থেকে বেশি সত্য দেখানোর সাহস রয়েছে আমাদের। এমন কোনও খবর যা ডিডি নিউজে রয়েছে, বুঝবেন তা সত্য খবর।'
  • Link to this news (এই সময়)