• Asaduddin Owaisi: গোরুর মাংস নিয়ে ওয়াইসির মন্তব্য ঘিরে শোরগোল, তীব্র কটাক্ষ নির্মলার
    এই সময় | ২০ এপ্রিল ২০২৪
  • সম্প্রতি হায়দরাবাদের এক গোরুর মাংসের বিক্রেতার সঙ্গে দেখা করে তাঁর প্রশংশা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সেই ভিডিয়ো প্রকাশ্যেও আসে। এবার তা নিয়ে ওয়াইসিকে একহাত নিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।হায়দরাবাদে লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন একটি গোরুর মাংসের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন ওয়াইসি। প্রচারের মাঝেই ওই মাংসের দোকানের মালিকের সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি। প্রশংসাও করেন। সম্বোধনের সুরেই ওয়াইসি গোরুর মাংসের দোকানের মালিককে বলেন, 'রেহান বিফ শপ জিন্দাবাদ। ক্যাসে হো ভাই? সালাম ওয়ালেকম। কাটতে রাহো' বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, 'রেহান গোরুর মাংসের দোকানের জয় হোক। কেমন আছে ভাই? সালাম ওয়ালেকম। জবাই চলুক।' ভিডিয়োতে এই কথাগুলো বলতে শোনা যায় ওয়াইসিকে।

    ওয়াইসির এই মন্তব্য নিয়ে তোপ দেগেছেন নির্মলা। ওয়াইসির মন্তব্যে 'অশালীন' বলে আক্রমণ করেছেন তিনি। নির্মলায় ভাষায়, 'এই ধরনের মন্তব্য করতে ওয়াইসি দক্ষ।' নির্মলার কথায়, 'ওয়াইসির মন্তব্য আপত্তিকর। তবে ওঁর এই ধরনের মন্তব্য মোটেও অবাক করার মতো নয়। ওঁর ছোট ভাই আকবরউদ্দিন ওয়াইসি একনজ বিধায়ক। তিনিও এই ধরনের মন্তব্য়ে পারদর্শী।' এক সাংবাদিক বিবৃতিতে কটাক্ষ করেন নির্মলা।

    লোকসভা ভোটে হায়দরাবাদ থেকে প্রার্থী হয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি। ২০০৪ সাল থেকে ওই আসনে ওয়াইসি ওখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার AIMIM প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন আসাদুদ্দিন ওয়াইসি। হলফনামা থেকে জানা গিয়েছে তাঁর সম্পত্তির পরিমাণ। বিগত পাঁচ বছরের মধ্যে ১০ কোটিরও বেশি সম্পত্তি বেড়েছে আসাদুদ্দিন ওয়াইসির। ২০১৯ সালে হায়দরাবাদের লোকসভা সাংসদের সম্পত্তি ছিল ১৯ কোটি টাকার। যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৮৭ লাখ টাকা। হলফনামায় আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, তাঁর নিজের নামে কোনও গাড়ি নেই। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ কোটি ৭১ লাখ টাকা। স্থাবর সম্পত্তি রয়েছে ৪ কোটি ৯০ লাখ। এই নিয়ে পঞ্চমবার সাংসদ হওয়ার দৌড়ে সামিল আসাদুদ্দিন ওয়াইসি। তিনি হলফনামায় জানিয়েছেন সস্ত্রীক তাঁর ঋণের বোঝা রয়েছে ৭ কোটি ৫ লাখ টাকা। ২০২২ থেকে ২৩ অর্থবর্ষে তাঁর আয়ের পরিমাণ ছিল ২২ লাখ ৩ হাজার টাকা। যা বিগত ২০২১-২২ অর্থবর্ষে ছিল ২৪ লাখ ৯৬ হাজার টাকা। অর্থাৎ পাঁচ বছরে কমে গিয়েছে AIMIM প্রধানের আয়। ১৩ মে এক দফায় ভোট রয়েছে তেলেঙ্গনায়। তার মধ্য়ে রয়েছে হায়দরাবাদও। ৪ জুন ভোট গণনা।
  • Link to this news (এই সময়)