• Lok Sabha Election 2024: 'ও টিকিট পেলে আমারও চাই'! স্বামী প্রার্থী হওয়ার রেগে কাঁই স্ত্রী
    এই সময় | ২০ এপ্রিল ২০২৪
  • এবার 'গৃহযুদ্ধ' পৌঁছে গেল রাজনীতির ময়দানে। লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে গোটা দেশজুড়ে। ১৯ এপ্রিল, শুক্রবার লোকসভা নির্বাচন ছিল দেশে। এই আবহে এক নেতা-নেত্রীর 'বাড়ির ঝগড়া' রাজনীতির উঠোন পর্যন্ত এসে পৌঁছেছে। তাও আবার তাঁরা দু'জনেই একই দলের সদস্য। একজনকে দল টিকিট দেওয়ার হয় 'মুখ ভারী' হয় অপরজনের। আর তা নিয়ে যত গন্ডগোলের সূত্রপাত।অন্ধ্র প্রদেশে দুই প্রার্থীর দাম্পত্য কলহ এবার সর্বসমক্ষে। টিকিট না পেয়েই চরম 'গোঁসা', আর তার জেরেই স্বামীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিলেন জেলা পরিষদের এক মহিলা সদস্য। জেলা পরিষদের ওই সদস্যের স্বামী শ্রীকাকুলাম জেলার তেক্কালি কেন্দ্র থেকে YSRCP-র হয়ে লড়ছেন।

    টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সম্প্রতি জেলা পরিষদের সদস্য দুভাদ্যা ভানীর একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যাচ্ছে তাঁর স্বামী শ্রীনিবাসের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে চান তিনি। প্রতিবেদনে উল্লেখ, ঝামেলার সূত্রপাত ২০২৩ সালে। সেই সময় YSRCP দুভাদ্যার স্বামী শ্রীনিবাসকে প্রার্থী করে। অভিযোগ সেই সময় দুভাদ্যা দলের শীর্ষস্থানীয় কর্তাদের স্বামীর নামে 'কান ভাঙান'। দলের শীর্ষ স্থানীয়ে নেতাদের কাছে মহিলা অভিযোগ করেন, বাড়িতে এবং নিজের নির্বাচনী এলাকাতেই অভব্য আচরণ ও আপত্তিকর কার্যকলাপে যুক্ত তাঁর স্বামী। ডেকান ক্রনিকলের একটি প্রতিবেদন অনুযায়ী, সেই সময় তাঁর কথায় বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। ঘোষণা করেছিলেন তিনি নির্বাচনী এলাকার জন্য নতুন ইনচার্জ হবেন দুভাদ্যাকে। আর এর পর থেকেই আশায় বুক বেঁধেছিলেন দুভাদ্যা। ভেবেছিলেন চলতি বছর বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করবে দল। তবে দল তাঁকে প্রার্থী না করায় ক্ষোভে ফেটে পড়েছেন নেত্রী। খোলাখুলি জানিয়েছেন স্বামীর বিরুদ্ধেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

    ২০২৩ সাল থেকেই স্বামী-স্ত্রী দু'জনে আলাদা অফিস খুলে আলাদা আলাদা ভাবে প্রচার চালাতে থাকেন। টেক্কালির জেডটিপিসি হিসাবে দলে বাণীর প্রতিপত্তি বেড়েছিল। এই আবহে দলের অনেকেই ভেবেছিলেন এবারের বিধানসভা নির্বাচনে টেক্কালি থেকে টিকিট পাবেন তিনি। তবে শেষ পর্যন্ত জগন মোহন রেড্ডির দল দুভাদ্যার স্বামী শ্রীনিবাসকেই টিকিট দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে তাঁর জন্মদিন পালনের সময় দুভাদ্যা তাঁর সমর্থকদের ইঙ্গিত দেন, দল যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে তাঁকে না টিকিট দেয় তবে তিনি স্বামীর বিরুদ্ধে ২২ এপ্রিল মনোনয়ন জমান দেবেন। প্রতিবেদনে আরও উল্লেখ, মার্চে নির্বাচনের দিন ঘোষণার পরই দল শ্রীনিবাসকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় দল। আর এরপর থেকেই 'গোঁসা' হয়েছিল দুভাদ্যার।
  • Link to this news (এই সময়)