• ‘বিজেপি জঘন্য, সিপিএম নগণ্য’, মালদা দক্ষিণে কংগ্রেসকেও বিশেষ বার্তা মমতার
    এই সময় | ২০ এপ্রিল ২০২৪
  • মালদা জেলার দুটি আসনই গতবার হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। একটি বিজেপির এবং একটি কংগ্রেসের হাতে গিয়েছিল। এবার প্রচারে গিয়ে দুটি আসনেই তৃণমূল কংগ্রেসকে দেওয়ার আর্জি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-সিপিএমকে সুর মিলিয়ে আক্রমণ করলেন তিনি। মালদা দক্ষিণ কেন্দ্র থেকে কংগ্রেসকেও বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।বিজেপিকে আক্রমণ করে মালদা দক্ষিণের সভা থেকে মমতা বললেন, বিজেপি বলছে ৪০০ পার করবে? কেরালা, তামিলনাড়ুতে আদৌ বিজেপি কোনও ভোট পাবে না। গত বার সব জায়গায় ভোট পেয়ে ৩০৩ হয়েছিল। মমতা তুলে ধরেন বিধানসভা নির্বাচনের কথাও। তাঁর কথায়, ২০২১ সালে বলেছিল বাংলায় ২০০ পার করবে। ১০০ পার করতে পেরেছিল? ৮০ পার করতে পেরেছিল? যে ৭৭টা পেয়েছিল, তার মধ্যে ১০ জন আমাদের সঙ্গে চলে এসেছিল। তাঁর কথায়, ‘এবার বিজেপি ৪০০ পার নয়, পগার পার হবে।

    বিজেপি, সিপিএম-কংগ্রেসকে এক ছাতার তলায় এনে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তাঁর বার্তা, ‘বিজেপিকে জুমলাবাজ, কুৎসিত ভান্ডার’। এরপরেই ছন্দ মিলিয়ে মমতা বলেন, ‘বিজেপির মুখের ভাষা জঘন্য। আর সিপিএম তো নগণ্য। বাং-কংগ্রেস নিজেদের কাছেই বরেণ্য। ওঁরা গ্রহণযোগ্যতা হারিয়েছে।’

    Mamata Banerjee Murshidabad Rally : 'আপনাদেরই দিমু বলে জোড়া ফুলে ভোট' মুর্শিদাবাদের জনসভায় মন্তব্য মমতার

    মালদা দক্ষিণ আসন থেকে গতবার জয়ী হয়েছিলেন আবু হাসেন খান চৌধুরী। এবার তাঁর পুত্র ইশা খান চৌধুরীকে টিকিট দিয়েছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপির হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে শ্রীরূপা মিত্র চৌধরী। তৃণমূল কংগ্রেসের হয়ে এখানে লড়ছেন শাহানাহাজ আলী রাহান। তবে কংগ্রেসকে বিশেষ বার্তা দিয়ে এদিন মমতা বলেন, ‘কংগ্রেস যেখানে যেখানে লড়াই করছে ভাল করে লড়াই করুক, পুরো মদত দেব। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কাটতে আসবে না।’

    এর আগেও একাধিক সভা থেকে দেশের নির্বাচন বিশেষ আশংকার কথা শোনা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকরী হলে আগামী দিনে দেশে নির্বাচন হবে না বলে আশংকা প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে। এদিনের সভা থেকেও মমতা বলেন, ‘বিজেপিকে ভোট দিলে জানবেন, ওরা আর নির্বাচনই হতে দেবে না। তাই ওদের ভোট দেবেন না।’ দেশকে বাঁচাতে এদিনের সভায় যুব সমাজকে এগিয়ে আসার বার্তা দেন তিনি। মালদা দক্ষিণ আসন থেকে এবার তৃণমূল প্রার্থীকে জেতানোর আবেদন জানান তিনি।
  • Link to this news (এই সময়)