• নির্বাচন কমিশনের নির্দেশ, মাঝপথেই বন্ধ 'টক টু মেয়র' কর্মসূচি
    এই সময় | ২০ এপ্রিল ২০২৪
  • নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন BJP বিধায়ক। শনিবার নির্বাচন কমিশনের নির্দেশে মাঝপথে বন্ধ হল শিলিগুড়ি পুরনিগমের মেয়রকে বল কর্মসূচি। লোকসভা ভোটের ঘোষণা হলেও কেন মেয়রকে বল কর্মসূচি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন BJP বিধায়ক। শনিবার পুরসভায় সকাল ১১টা থেকে মেয়রকে বল কর্মসূচি শুরু করেন মেয়র গৌতম দেব। বিভিন্ন ওয়ার্ড থেকে ফোন আসে। আধঘণ্টা পর নির্বাচন কমিশন পুরনিগমকে এই কর্মসূচি বন্ধ করার কথা বলে। এরপরেই কর্মসূচি বন্ধ করে দেন মেয়র।এরপরই মেয়র গৌতম দেব বলেন, 'আগেই নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম। এটা পুরনিগমের অনুষ্ঠান। ২৬ এপ্রিলের পরে ফের কমিশনকে চিঠি করে কর্মসূচি করা যাবে কিনা তা জানতে চাইব।' তিনি আরও বলেন, 'BJP বিধায়ক অভিযোগ করেছিলেন। অথচ নির্বাচন কমিশনকে আমি আগে জানিয়েছিলাম। এটা নতুন কিছু নয়।'

    অন্যদিকে, গতকাল শিখা চট্টোপাধ্যায় বিভিন্ন বুথে যান। ৩৩ নম্বর ওয়ার্ডে অশান্তি হয়। সেখানে গিয়ে বিধায়কের সঙ্গে অশান্তি করে বলে জানান মেয়র। শনিবার গৌতম দেব বলেন, 'গতকাল বিধায়কের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অনেক অভিযোগ জানানো হয়। কিন্তু, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে কেন কিছু পদক্ষেপ নেওয়া হল না?'

    শিলিগুড়ির মেয়রের অভিযোগ, 'গতকাল বিভিন্ন বুথে গিয়ে শিখা চট্টোপাধ্যায় ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছেন। অনেকে ভয়ে ভোট দেননি।' আগামী ২৬ এপ্রিল দার্জিলিং লোকসভায় ভোট। সেদিনও একই ঝামেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে সেদিন পদক্ষেপ করতে বলবেন বলে জানান।

    উল্লেখ্য, ‘টক টু মেয়র’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি কথা বলতে পারেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের সঙ্গে। তাঁদের সমস্যার কথা শুনে সমাধান করেন তিনি। কিন্তু, আদর্শ আচরণবিধি লাগু থাকা সত্ত্বেও টক টু মেয়র কর্মসূচি জারি করা হয়েছে শিলিগুড়ি পুরসভায় এবং তাতে আদর্শ আচরণবিধি ভঙ্গ করছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এমনটাই অভিযোগ করেছিল BJP। শুধু তাই নয়, গৌতম দেবের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে কমিশনে অভিযোগ জানানো হয়েছিল গেরুয়া শিবিরের পক্ষ থেকে।

    বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ ছিল, মেয়র যেহেতু একটি রাজনৈতিক দলের নেতা, তাই নির্বাচনী আদর্শ আচরণবিধি জারি থাকা অবস্থাতে তিনি মানুষকে প্রতিশ্রুতি দিতে পারেন না।
  • Link to this news (এই সময়)