• প্রথম দফায় তিন আসনেই কমল ভোট শতাংশ, গোটা দেশে বাংলা কত নম্বরে?
    এই সময় | ২১ এপ্রিল ২০২৪
  • বাংলায় প্রথম দফায় নির্বাচন সগঠিত হল শুক্রবার। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। তপ্ত গরমে চাঁদিফাটা রোদে ঘন্টার পর ঘণ্টার দাঁড়িয়েও ভোট দিয়েছেন মানুষ। তিনটি কেন্দ্রেই সকাল থেকে মানুষকে উৎসাহ সহকারে ভোট দিতে দেখা গিয়েছে। তবে, এবার কেমন ভোট হল উত্তরবঙ্গের তিনটি আসনে? ভোট শতাংশের হারে কিছুটা কম ভোট পড়ল গতবারের তুলনায়।২০১৯ এর লোকসভা নির্বাচনে কোচবিহারে মোট ভোট পড়েছিল ৮৪.০৮%। সেখানে ২০২৪ এর লোকসভা নির্বাচনে কোচবিহারে মোট ভোট পড়ল ৮২.১৭%। অর্থাৎ ২০১৯ এর থেকে ২০২৪ কোচবিহারে ১.৯১% ভোট কম পড়ল।

    অন্যদিকে, ২০১৯ এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে মোট ভোট পড়েছিল ৮৩.৭৯%। ২০২৪ এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে মোট ভোট পড়ল ৭৯.৭৬%। কোচবিহারের মতো আলিপুরদুয়ারেও ২০১৯ এর থেকে ২০২৪-এ ভোট পার্সেন্টেজ কম পড়েছে, সংখ্যাটা - ৪.০৩%।

    তেমনই, ২০১৯-এর লোকসভা নির্বাচনে জলপাইগুড়িতে মোট ভোট পড়েছিল ৮৬.৫১%। ২০২৪ এর লোকসভা নির্বাচনে জলপাইগুড়িতে মোট ভোট পড়ল :- ৮৩.৬৬%। জলপাইগুড়িতেও ২০১৯ এর থেকে ২০২৪ এর ভোট পার্সেন্টেজ কমলো, সংখ্যাটা :- ২.৮৫%।

    Lok Sabha Election 2024 : প্রথম দফায় নজরে উত্তরবঙ্গের ৩ লোকসভা আসনে

    তিনটি কেন্দ্রেই এবর সেরকম বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। কোচবিহারের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বাকি জায়গায় নির্বাচন প্রায় সুসপন্ন হয়েছে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতেই এবার তৎপর কমিশন। তবে, এলাহি আয়োজন থাকলেও ভোটের শতাংশ কম হওয়ায় কিচুটা চিন্তিত কমিশন।

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারা দেশের মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে লাক্ষাদ্বীপে। সংখ্যাটা হল ৮৩.৮৮%। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। সংখ্যাটা হল ৮১.৯১%। এরপর তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। সংখ্যাটা হল :- ৮১.৬২% । বাংলাতেও চিরকালই ভোটের শতাংশ অনেকটাই বেশি থাকে। তবে, গতবারের তুলনায় এবার প্রথম দফায় চিত্রটা কিছুটা পরিবর্তিত হল।

    উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্য জুড়ে রয়েছে ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। দ্বিতীয় দফা নির্বাচনে আরো ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জওয়ান আসতে চলেছে, কমিশন সূত্রের খবর। অর্থাৎ সংখ্যাটা তাহলে হবে - ৩০৭ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাহলে বলাই চলে, দ্বিতীয় দফার নির্বাচনে প্রায় ৩০০ কোম্পানির অধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মূলত দ্বিতীয় দফা নির্বাচন ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল কমিশন। এটাই এবার বাস্তবায়িত হল।
  • Link to this news (এই সময়)