• Illegal Construction : বেআইনি নির্মাণে কাটা হবে জল-বিদ্যুৎ লাইন, কড়া পদক্ষেপ পুরসভার
    এই সময় | ২১ এপ্রিল ২০২৪
  • এই সময়: বিল্ডিংয়ের প্ল্যান অনুমোদন করানো না থাকলে ড্রেনেজ এবং ওয়াটার কানেকশন বিচ্ছিন্ন করে দেবে কলকাতা পুরসভা। এমনকী, ওই বিল্ডিংয়ে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা যাতে কোনওভাবে সংযোগ না দেয় তা দেখার জন্য বিল্ডিং বিভাগের একজন উচ্চপদস্থ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে।সংশ্লিষ্ট আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে নির্মাণের জমি এবং ফ্ল্যাটের ডিড অফ রেজিস্ট্রেশন খতিয়ে দেখার। শুক্রবার এ কথা জানিয়ে পুর কমিশনার ধবল জৈন একটি সার্কুলার জারি করেছেন। ওই সার্কুলারে উল্লেখ করা হয়েছে, শহরে বেআইনি নির্মাণ বন্ধ করতে যুদ্ধে নেমেছে পুরসভা। সে জন্য এই সব কঠিন পদক্ষেপ নেওয়া হবে।

    বিল্ডিংয়ের প্ল্যান স্যাংশন না হলে এমনিতেই সেই নির্মাণকে বেআইনি হিসেবে ধরা হয়। গার্ডেনরিচের ঘটনার পরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে শহর জুড়ে অভিযানে নেমেছেন পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা। তাঁরা জানাচ্ছেন, পুরসভার আইন অনুযায়ী বিল্ডিং বা ফ্ল্যাটের সিসি হাতে পাওয়ার পরে পুরসভা ওয়াটার এবং ড্রেনেজ কানেকশনের অনুমতি দেয়।

    কিন্তু বেআইনি নির্মাণের ক্ষেত্রে দেখা গিয়েছে, সিসি না থাকলেও ঘুরপথে ওয়াটার এবং ড্রেনেজ কানেকশন নিয়ে দিব্যি বসবাস করছেন বাসিন্দারা। ফ্ল্যাটও বিক্রি হয়ে যাচ্ছে । মিলছে বিদ্যুৎ সংযোগও। ডিড অফ রেজিস্ট্রেশন করানোর আগেই এই সব কাজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে। ফলে নির্মাণের বেআইনি অংশের ক্ষেত্রে পুরসভা ব্যবস্থা নিতে গিয়ে বিস্তর বাধার মুখোমুখি হচ্ছে।

    আইন অনুযায়ী আবার পুরসভা কড়া ব্যবস্থাও নিতে পারছে না। কারণ, কাউকে তাঁর বাসস্থান থেকে বের করে দিতে পারে না পুরসভা।কমিশনারের এই সার্কুলার প্রকাশ পাওয়ার পরে প্রতিটি বরোর বিল্ডিং বিভাগকেও সতর্ক করা হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও বেআইনি নির্মাণে ওয়াটার সাপ্লাই, ড্রেনেজ এবং বিদ্যুৎ সংযোগ থাকলে সরাসরি জানাতে হবে বিল্ডিং বিভাগের ডিজিকে।

    গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভেঙে ১৩ জনের মৃত্যুর পরে পুর কর্তারা বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে বেআইনি নির্মাণ চিহ্নিত করার নির্দেশ দিয়েছিলেন। সেই কাজ এখনও পুরোদমে চলছে। পুরসভার বিল্ডিং বিভাগের এক আধিকারিক জানান, তাড়াহুড়ো করে ডেভলপাররা ফ্ল্যাটে লোক ঢুকিয়ে দিচ্ছেন। এরপর ঘুরপথে ওয়াটার সাপ্লাই, ড্রেনেজ কানেকশন এবং বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাও করে ফেলছেন।

    ফলে চিহ্নিত করার পরেও বেআইনি নির্মাণ আটকানোর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না অনেক ক্ষেত্রে। গার্ডেনরিচে যে নির্মীয়মাণ বাড়িটি ভেঙে পড়েছিল তার প্ল্যান স্যাংশন করানো ছিল না। অভিযানে নামার সপ্তাহ তিনেকের মধ্যে শহর জুড়ে এই রকম অজস্র নন স্যাংশন বেআইনি নির্মাণকে ইতিমধ্যেই চিহ্নিত করেছেন পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা।
  • Link to this news (এই সময়)